বই রিভিউ ও ডাউনলোড
জোনাকিদের বাড়ি স্মরণজিৎ চক্রবর্তী PDF Download
স্মরণজিৎ চক্রবর্তী জোনাকিদের বাড়ি PDF Download –
এ বইটির ছাপা ও বাঁধাই বেশ ভালো হয়েছে। প্রচ্ছদ যিনি করেছেন ওনার কাজের দক্ষতার প্রশংসা করতেই হবে। যেভাবে উনি বইয়ের বিষয়বস্তু নীরিক্ষে প্রচ্ছদ ও বইয়ের নামের ফন্ট নির্বাচন করেছেন সেটা সত্যি অনন্য হয়েছে। বইয়ের কাগজের মানও ভালো। রাত-দিনের উভয় সময়ের আলোতে পড়তে চোখে কোনোপ্রকার সমস্যা হবে না।
সৌন্দর্য দু’ধরনের। একটা দীনের, অন্যটা রূপের। আপনি চাইলেই দীনের সৌন্দর্য বাড়াতে পারবেন, রূপের না। রূপ অহংকার বাড়ায়, আর দীন আল্লাহর সাথে পরিচয় ঘটায়৷ বেশি রূপ থাকায় কখনও কখনও পাপের পথে পরিচালিত হই আমরা। কিন্তু দীনের সৌন্দর্য যত বাড়বে; আল্লাহ তায়ালাকে পাবার এবং জান্নাতে যাওয়ার পথটা ততই কাছে আসবে, সহজ হবে। কিন্তু আফসোস! আমরা রূপের সৌন্দর্য বাড়াতে যতটা ভাবি; দীনের সৌন্দর্য বাড়াতে ততটা ভাবি না। রূপবান লোকদের যতটা আগ্রহ নিয়ে জীবনে আনার জন্য ফিকির করি। দীন দ্বারা নিজের জীবন সাজানো লোকদের ততটা গুরুত্ব দিই না।
আফসোস! আমি, আপনি, অনেকেই দীনদারিত্ব থেকে দেহের সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দিই। অথচ রূপ বেশিদিন টিকে না৷ কিন্তু দীনদারিত্ব সহজে ক্ষয় হয় না