দিওতিমা PDF download (দেবারতি মুখোপাধ্যায়)
বই: দেবারতি মুখোপাধ্যায় দিওতিমা PDF download –
তাতে খুব রেগে গিয়ে বলেছিল, “যখন খাব, তখন দেখবি। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। তখন চাইলেও দেব না। এইসব প্ল্যানগুলো কাজে না লাগিয়ে বদলা নেওয়ার অন্য রাস্তা ধরল ও। আমাদের ইংরেজি ক্লাস টেস্ট। অজিতবাবুই আমাদের ইংরেজি পড়ান। সবাই লিখছি, কেবল চোখ তুলে তাকালেই দেখতে পাচ্ছি বিরূপাক্ষ লিখছে না। যা-ই হোক, খাতা-টাতা জমা দিয়ে টিফিনে বেরিয়েছি। ও আমার দিকে তাকিয়ে কনফিডেন্টলি হাসল। খুব অবাক হলাম। বিরূপাক্ষর তো কনফিডেল ছিল না, কেস কী? জিজ্ঞেস করলাম, “পরীক্ষায় লিখছিলি না কেন!” ও গুলশন প্রোভারের মতো মুখ করে শুধু বলল, “রিভেঞ্জ।” ব্যাপারটা পরিষ্কার হল এক সপ্তাহ পর। খাতার বান্ডিল নিয়ে ক্লাসে ঢুকেই স্যার বলল, “এই যে বাবু বিরূপাক্ষ চট্টোপাধ্যায়, তোমার বাবাকে আমার সঙ্গে দেখা করতে বোলো।” শুরন্টা নরমভাবে করলেও খানিক বাদেই স্যার ব্যাপক-গরম হয়ে গিয়ে ইংরেজিতে বাছা-বাছা গালাগালি দিতে শুরু করলেন। আমরা কিন্তু কিছুই বুঝছি না স্যার কেন এত রেগে গেছেন।
অবশেষে পরিষ্কার হল। বিরূপাক্ষ সাদা খাতা জমা দিয়েছে। অরশ্য ঠিক সাদা নয়। প্রতিটা পাতায় লাল কালি দিয়ে লিখেছে, “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।” সারা ক্লাস বোম মেরে গেছে, শুধু রনি মুখ-চোখ লাল করে খিকখিক করে হাঁসছে। সেদিন পূর্ব দিক দিয়ে সূর্য ডুবল। বিরূপাক্ষ আমাকে রেহাই দিয়ে একা- একাই বাড়ি চলে গেল। আর হঠাৎ শ্রীময়ী আর লিভানো আমার সঙ্গে ফেরার পথ ধরল। আমি বেশ অবাক হলাম। শ্্রীময়ীকে জিজ্ঞেস করেই ফেললাম, “কী রে, লিভানোকে রনি লিফট দিল না?” শ্ীময়ী বলল, “দিল না মানে? ও নিল না।” আমি বললাম, “কেন!” শীময়ী হঠাৎ তেরিয়া হয়ে বলল, “ছেলেরা দিলেই মেয়েদের নিতে হবে? জেন্ডার ইকুয়ালিটির যুগে এসব বললে কিন্তু মেরে পাট করে দেব।” আমি কীচুমাচু হয়ে বললাম, “কীসের কী!” লিভানো কোনও কথা বলছিল না।