মৃতেরাও কথা বলে PDF Download (New)
আপনার জন্য নিয়ে এলাম মৃতেরাও কথা বলে PDF Download –
খুব প্রিয় একটা বই। মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছিলাম, সেই আম আঁটির ভেপু থেকে আমরা অপু-দুর্গা কে দেখি,আমরা পেয়েছি ছোট্ট অপুকে, অপরাজিত উপন্যাসে অপু বড় হয়েছে এবং আমরা কাজলকে পেয়েছি উপন্যাস এর শেষে, কাজল (অপুর ছেলে) তাকে পায় পূর্ণরূপে কাজল উপন্যাসে, এর নিশচিন্দিপুর এ ফিরে আসা,আর এর মধ্য দিয়ে ফিরে পেয়েছি আমাদের সেই দিদিপাগল ছোট্ট অপুকে, যে তার সেই কাশফুল ঢাকা গ্রাম ছেড়ে গিয়েছিল অভাবের তাড়নায়। অপু ট্রিলজির শেষ বই কাজল, বিভূতিভূষণের ‘কাজল’ লেখার ইচ্ছা ছিল, কিন্তু তার আগেই তিনি মারা যান, এর পরেই বিভূতিভূষণের সুযোগ্য পুত্র তারাদাস কাজল উপন্যাস লিখে পিতার সেই শেষ ইচ্ছা পূরণ করেন। এ গল্প কাজলের, কাজলের অপু হয়ে ওঠা, কাজলের মাঝে অপুকে ফিরে পাওয়া ।
আমার কাজল গল্পের ভুমিকা আর উপন্যাসটি পড়ে মনে হয়েছে,এখানে অপু বিভূতিভূষণ এর রুপ আর কাজল তারাদাস বন্দ্যোপাধ্যায় এর।তবে বাবা ছেলের লেখনীর পার্থক্য নাই, নাম না থাকলে কেউই ধরতে পারত না কাজল কার লেখা।