বই রিভিউ ও ডাউনলোড

আলেফ পাওলো কোয়েলহো PDF Download❤️(সম্পূর্ণ)

Aleph Coelho pdf bangla download – আলেফ পাওলো কোয়েলহো pdf

book review: “আলেফ” বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে:
আমাদের সীমাবদ্ধতা আর ভয়ের বিপরীতেই আলেফের অবস্থান। ভালােবাসা আর ক্ষমার খোঁজেই আলেফের যাত্রা। জীবনের অবরুদ্ধ অবস্থানের মুখােমুখি হওয়ার সাহস যােগায় আলেফ।

জীবনের প্রতিটি সীমানায়ই আমাদেরকে পুনর্জন্মের সুযােগ করে দেয়।
আলেফ পাওলো কোয়েলহাের ফিরে আসা। বিশ্বাসের সংকট আর আধ্যাত্বিক পুনর্জন্মের পথ খুজে পাওয়া। পাওলাে সিদ্ধান্ত নেন তিনি অভিজ্ঞতার জন্য ভ্রমণ শুরু করবেন। তার ফলশ্রুতিতে তিনি ইউরােপ, আফ্রিকা এবং এশিয়া ভ্রমণে বেরিয়ে পড়েন।

ওখানেই তার আবার দেখা হয়ে যায় হিলাল নাম্নী এক ভায়ােলিনবাদক তরুণীর সাথে। এই তরুণী পাঁচশ বছর আগে এই পৃথিবীতে বাস করতেন। তখনও একবার লেখকের সাথে আলেফ অবস্থায় দেখা হয়েছিল। আর এই তরুণীর সাথে দেখা হওয়ায় সময় আর অবস্থানের বিপরীতে, অতীত আর বর্তমানের আলােকে, নিজের ভাগ্যকে পুনর্গঠন করার সমন্বয়ে এক রহস্যময় ভ্রমণের মুখােমুখি হয়ে পড়ে…
সেই রহস্যময়তা, আধ্যাত্বিকতা আর পাওলাে কোয়েলহাের জাদুবাস্তবতায় ভ্রমণসঙ্গী করতে চাইলে বেরিয়ে পড়ুন আলিফের অপূর্ব জগতে.

Aleph Coelho pdf bangla

আলিফ একটা শব্দ বা তিনটি ভাষার প্রথম বর্ণ হলেও লেখক এখানে ব্যবহার করেছেন একটা তার আধ্যাত্মিক একটা বিশ্বাস হিসেবে। যা ভয় বা আতংকের বিপরীতে, যেখানে সীমাবদ্ধতা তার বিপরী। লেখক তার আলেফ কে পেয়েছেন বা খুজেছেন বারবার। দ্য জাহিরের মতন এটাও লেখকের আত্ন উপন্যাস। যদিও এখানে জাতিস্মরতার প্রকাশ আছে। দ্য জাহির, আলিফ এই বইগুলো লেখক তার পাঠককে তার আধ্যাত্মিক জগতে নৈমিত্তিক প্রবেশের কিছু দ্বার দেখিয়েছেন। আশা করি এই আমি বারবার পড়বো।

Aleph Coelho pdf Direct download link : –  আলেফ পাওলো কোয়েলহো pLink :-1 | Link :-2 | Link :-3Link :-4Link :-5

দ্য পিলগ্রিমেজ pdf

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button