বই রিভিউ ও ডাউনলোড

যেখানে রোদেরা বই রিভিউ by ঘুমায় শরীফুল হাসান

book যেখানে রোদেরা ঘুমায়
Author
Publisher
Edition 1st Published, 2020
Number of Pages 304
Country বাংলাদেশ
Language বাংলা
বই এর প্রচ্ছদ এবং কাহিনী দুইটা-ই বই এর নাম “যেখানে রোদেরা ঘুমায়” এর সাথে অদ্ভুত ভাবে সামঞ্জস্যপূর্ণ৷ রোদ সব সময় আলোকিত তবুও মাঝে মাঝে কোথাও না কোথাও ছায়া দেখতে পাওয়া যায় বড় বড় বিশালাকৃতির অট্টালিকার বা বড় বড় বৃক্ষের নীচে। অনেক খারাপ এর মাঝেও ভালো কিছু বৈশিষ্ট্য প্রকট ভাবে দৃশ্যমান হতে পারে

তেমনি এর উলটা দিকটাকেও অস্বীকার করা যায়না। পৃথিবী টা অদ্ভুত ভাবে ক্ষমতা কেন্দ্রিক ঘুর্নায়মান। বিশাল বিশাল ছায়া গুলোতো সূর্যের আলোকরশ্মি মাঝে মাঝে পৌছাতে পারলেও সূর্যের আবর্তনে ছায়ার আড়ালে ঠিকই আবার ঢাকা পড়ে যায়।

গল্পটা ইফতেখার উদ্দীন রূপুর। ভাগ্য তাকে ডেকে নিয়ে গেছে তার বিভিন্ন বাকে। নিয়েছে নির্মম পরীক্ষা। ভালোবাসার তীব্র জলোচ্ছ্বাস যাকে করেছে ছিন্ন ভিন্ন। ৯০ এর দশকের পাদদেশে অঙ্কিত দারুন এক চিত্রপটে অঙ্কিত হয়েছে অসাধারণ এক পটভূমি। যেখানে আছে প্রেম, ভালোবাসা, প্রত্যাশা, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, ভাগ্যের নির্মম করাঘাত এবং অসহায়ত্ব। উপন্যাসটিতে সমাগম ঘটেছে রাজনীতি, সামাজিক বাস্তবতা এবং মাফিয়াদের বেড়াজালে অঙ্কিত বিভিন্ন চরিত্র গুলোর দারুণ মিশেল।
শরীফুল হাসান বরাবর ই আমার প্রিয় লেখক। যদিও “অন্ধ জাদুকর” পড়ে প্রচন্ড হতাশ হয়েছিলাম যে রিডার ব্লক এ পড়ে গেছিলাম। অসম্পূর্ণ বই আমার অপছন্দের বলে কোনো মতে শেষ করেছিলাম। “ছায়া সময়” পড়ার পর প্রত্যাশা এতটা বেড়ে গিয়েছিল যে সাম্ভালা ও আমাকে সেই লেভেল এর তৃপ্তি দিতে পারেনি। “যেখানে রোদেরা ঘুমায়” ধরতেও বেশ দ্বিধাবোধ এ ভুগছিলাম। তবে পড়ার পরে বুঝলাম এটা “ছায়াসময়” এর পর লেখকের প্রিয় লেখা হয়ে থাকবে আমার কাছে। অনেকদিন পর একটানা কোনো বই পড়ে শেষ করলাম। উপন্যাসটি তে প্লট বিল্ড অনেক সুন্দর ছিল। চরিত্র রূপায়ন বিশেষ করে প্রোটাগনিস্ট রূপু এবং এর আশেপাশের চরিত্র গুলোর বিল্ড আপ ছিল অসাধারণ। ৯০ এর দশকের ফ্লেভারে একটা ভালোবাসার গল্প অথবা সামাজিক থ্রীলার যায় বলি না কেন অসাধারণ একটা উপন্যাস পড়লাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button