বিয়ে মানে লস প্রজেক্ট Pdf Download
হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে একটা বই নিয়ে আসছি বইটির নাম হচ্ছে বিয়ে মানে লস প্রজেক্ট Pdf Download .মৃত্যুর আগ পর্যন্ত কাদতেই থাকবে । সুতরাং বউকে আজ কীদতে,দাও, মন খারাপ করো
না।’ ভগ্মিপতির দার্শনিক মার্কা বাণী কাসেমের ভালো লাগল না। ডান কানের
দীত সংবলিত মুখটা নিয়ে অভিজ্ঞতার আলোকে উপদেশ দিল, “বাসর রাতে
বিড়াল মারতে ভুল করো না শা-লা। শালা কি বোনের ছোট ভাই হিসেবে
বলল নাকি সুযোগ বুঝে গালি দিল বোঝা গেল না।
বাসর রাত।
ধুরু ধুরু বুকে নতুন বউয়ের সামনে এসে বসল। হার্টবিট শোনা যাচ্ছে।
বউয়ের মুখের দিকে ভালোভাবে লক্ষ করল হার্টবিট শুনেছে কি না? কাসেম
বুঝতে পারছে না লাখ লাখ টাকা খরচ করে মহা ধুমধামে বিয়ে করেছে অথচ
বউয়ের সামনে যেতে ভয় করছে? কেন করছে ভেবে পাচ্ছে না। নতুন বউয়ের
সামনে বীরের মতো বসল। এমন ভাব দেখাচ্ছে যাতে বউ বুঝতে পারে ও
কোনো ভয় পায়নি। খুব কাছে বসার সাথে সাথেই নতুন বউ চেঁচিয়ে উঠল,
“তোমার বাবা-মার কি আক্কেল বল তো দেখি?
“কী করেনি সেটা বল?
“আমি তো কিছুই বুঝতে পারছি না।’
“বিয়েতে যে গহনাগুলো দিয়েছে; একটারও ডিজাইন ভালো না । তাছাড়া
স্বর্ণগুলোও ভালো না।”
“কী হয়েছে স্বর্ণের?
“তোমার কি চোখ নেই? দেখ না এটা অরজিনাল সোনা না। আঠারো
ক্যারেটের সোনা ।’ বলে কাসেমের সামনে খুলে রাখল স্বর্ণগুলো ।
কিছুটা প্রতিবাদী সুরে বলল, “বাদ দাও তো!”
“তুমি বাদ দিতে বলছ আগে বল আমার সাথে তোমার বাবা-মা বাটপাড়ি
করল কেন?
“মুরব্বিদের গালি দিতে নেই।”
“কী তুমি আমাকে ব্যবহার শেখাও!’ বলে চেঁচামেচি শুরু করল। কাসেম
কোনো রকমে মুখ চেপে ধরল বউয়ের । ঝগড়াঝাটির মধ্য দিয়ে বাসর রাত
পার করল বেচারা ।
সকালে ঘুম থেকে উঠে সারা ঘর হন্যে হয়ে কী জানি খুঁজছে। ওর
খোঁজাখুঁজি দেখে সবাই প্রশ্ন করল, “তুই কী খুঁজছিস?’
কাসেম ক্রান্ত সুরে বলল, “বিড়াল খুঁজছি.