বই রিভিউ ও ডাউনলোড

কাসাসুল হাদিস Pdf download

খুলুক্-ই-আস্লাফ  সকল কাজে এখ্লাছ ও আল্লাহর সন্তুষ্টির প্রাধান্য গ্রদান এবং রিয়া হতে সতর্ক থাকা €নেক নিয়ত ও এখলাছের প্রভাব এবং রিয়ার ধ্বংসলীলা)  বুযুর্গানেদ্বীন এল্ম, আমল, জ্ঞান ও কর্মে পরিপূর্ণ এখ্লাছ ও নিষ্ঠার অধিকারী ছিলেন। তাদের এল্ম ও আমলের একমাত্র উদ্দেশ্য হতো আল্লাহ্‌ তাআলার সন্তুষ্ট লাভ। রিয়া বা লোক দেখানোর আগ্রহকে তারা অতি ভয়াবহ মনে করতেন। প্রিয় বন্ধু, আমরা এখানে বিষয়টি স্পষ্ট করে পেশ করবো ।

কারণ, লোকদের জন্য এর প্রয়োজনীয়তা খুবই তীব্র । অনেক সহীহ্‌ হাদীসে বর্ণিত হয়েছে যে, আল্লাহ্‌ তাআলা যখন ‘জান্নাতে-আদৃন’ সৃষ্টি করলেন এবং তাতে এমন সব নেআ”মত সমূহ সৃষ্টি করলেন যে, কোন চোখ তা দেখেনি, কোন কান তা শুনতে পায়নি, কোনও মানব-হদয় যার কল্পনাও করতে পারেনি-তখন সেই জান্নাতের প্রতি কথা বলতে আদেশ করলেন। জান্নাত কথা বলতে লাঁগলো এবং পরপর তিনবার বললো £  “ঈমানদারগণ অবশ্যই কামিয়াব, ঈমানদারগণ নিশ্চয় সফলকাম, ঈমানদারগণ অবশ্যই “মনযিলে-মাকসুদ’ প্রাপ্ত । কিন্তু কৃপণ ও রিয়াকারদের জন্য আমি হারাম, আমাতে প্রবেশাধিকার তাদের নাই ।”  হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ (রঃ) বলেন, “আখেরাতে সুফল দানকারী আমল” দ্বারা যারা দুনিয়া উপার্জন করে, আল্লাহপাক তাদের অন্তরসমূহ অন্ধ করে দেন এবং তাদের নাম দোষখীদের তালিকাভুক্ত করেন।

হযরত হাসান বসরী (রঃ) বলেন, হযরত ঈসা আঃ) বলেছেন, যে-আলেম তার এল্ম অনুযায়ী আমল করেন, নিঃসন্দেহে তিনি ওলীআনল্মাহ। হযরত সুফিয়ান ছওরী (রঃ) বলেন, আমার মা  আমাকে নসীহত্‌ করেছিলেন যে, হে বৎস! এল্ম অনুযায়ী আমলের সংকল্প ব্যতীত এল্মের পাঠ শুরু করো না। কারণ, আখেরাতের জীবনে আমল-বিহীন এল্ম্‌  তোমার উপর বিপদ হয়ে দাঁড়াবে । একদা হযরত ইউনুস বিন উবাইদ্‌কে জিজ্ঞাসা করা হলো, আপনি হযরত হাসান বসরীর মত আমলদার আলেম আর কাউকে দেখেছেন কি?
কাসাসুল হাদিস Pdf download LINK – 

Download the pdf link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button