নতুন ইসলামিক বই Pdf Download ২০২১ (All)
Islamic book PDF Bangla – নতুন ইসলামিক বই Pdf বই ফ্রি ডাউনলোড লিংক –
একটি হাদীসতাত্তিক পর্যালোচনা ৩ শশংলা মহান আল্লাহর নিমিত্ত । সালাত ও সালাম তীর বান্দা ও রাসূল, ভার প্রিয়তম মুহাম্মাদ (&), তার পরিজন, সহচর ও অনুসারীদের উপর । সালাতের মধ্যে রুকু, সাজদা এবং বসা অবস্থায় হস্তদ্বয়ের অবস্থান সম্পর্কে বিভিন্ন সহীহ হাদীস বিদ্যমান এবং এ সকল হাদীস পালনের বিষয়ে মতভেদ নেই । আমরা দেখি যে, অধিকাংশ মুসাল্লী এ সকল অবস্থায় হস্তদ্ধয়ের অবস্থানে ভুল করেন ও সুন্নাত নষ্ট করেন। এ বিষয়ে জানার আগ্রহও কম । পক্ষান্তরে দীড়ানো অবস্থায় হস্তদ্বয় কোথায় থাকবে সে বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ।
সম্ভবত একমত্যের সুন্নাত পালনের চেয়ে “মতভেদীয়’ সুন্নাত নিয়ে বিতর্ক করার আনন্দ অনেক বেশি!! আমি আমার সীমিত জ্ঞানে বলেছি, মুহাদ্দিসগণ তো দেখি বুকের উপর হাত রাখার হাদীস সহীহ বলেন । কিন্তু মুজতাহিদ ইমাম ও ফকীহগণ নাভীর নিচে বা উপরে. হাত রাখার কথা বলেছেন । আশা করি, যে কোনোটি পালন করা যেতে পারে ।
কিন্তু অনেকেই এরূপ উত্তরে তৃপ্ত হন নি। আপত্তি জানিয়ে কেউ বলেছেন, সহীহ হাদীস জানার পরে ইমামগণের অজুহাতে সহীহ হাদীস বিরোধী কর্মকে পালনযোগ্য বলার অধিকার-আপনাকে কে দিয়েছে? যে ব্যক্তি সহীহ হাদীস পালন করে না সে কিরূপ মুসলিম? কেউ বলেছেন, আপনি ভুল বলছেন, নাভীর নিচে হাত রাখার হাদীসই সহীইব। বিষয়টি ভাল করে জীনার জন্যই কিছু পড়াশোনার চেষ্টা করলাম । সে চেষ্টার ফল এ ছোট পুস্তকটি ৷ আমার অনুসদ্ধান ও সিদ্ধান্ত কতটুকু সঠিক তা মহান আল্লাহই ভাল জানেন । তবে এ উপলক্ষ্যে কিছু দিন হাদীসে নববী ও সাহাবী- তাবিয়ীগণের মতামত অধ্যয়ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি । আমাদের দেশের মুসলিমদের মধ্যে নিয়মিত সালাত আদায়কারী মুসলিমের সংখ্যা ১৫% অতিক্রম করবে না ।
এরূপ নামাযী মুসলিমদের মধ্যেও দীনের অন্যান্য ফরয-ওয়াজিব পালনকারী এবং সুস্পষ্ট হারামসমূহ বর্জনকারী মুমিনের সংখ্যা খুবই নগণ্য ৷ নিজ জীবনে মহান আল্লাহর দীন শতভাগ পালনে সচেষ্ট মুসলিমের সংখ্যা বাংলাদেশে শতকরা ৫ জন বললে সম্ভবত অতুযুক্তি হবে না। এরূপ নগণ্য সংখ্যক ধার্মিক মানুষদের মধ্যে তিনটি ভয়ঙ্কর বিষয় বিদ্যমান : (১) ঈমান বিষয়ক অসচেতনতা, (২) বান্দার হক বিষয়ক অসচেতনতা এবং (৩) দীন নিয়ে বিভক্তি ও দলাদলি । পূর্বে বিভক্তি ছিল আকীদা কেন্দ্রিক । কিন্তু বর্তমানে ফিকহ কেন্দ্রিক বিভক্তি ভয়ঙ্কর রূপ নিয়েছে । সমাজের প্রায় ৯৫% মুসলিম শিরক, কুফর, হারাম, অশ্লীলতা, অনাচার, জুলুম, বান্দার অধিকার নষ্ট ইত্যাদি মহাপাপের মধ্যে নিমজ্জিত ।