নিয়োগ বিজ্ঞপ্তি

National Security Intelligence(NSI) Job Circular 2021 – জাতীয় নিরাপত্তা গোয়েন্দা নিয়োগ 2021

National Security Intelligence(NSI) Job Circular 2021 apply Online All Details –

Organization Name National Security Intelligence (PMO)
Application Start 10th January 2021
Application Deadline 23rd January 2021
Vacancy 990 Person
Age Limit 18 to 30 years up to 31 December 2020
Job Nature Full Time
Post See the circular
Institution Website www.pmo.gov.bd
Educational Qualification See the NSI Job Circular 2021

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা নিয়োগ 2021 শর্তাবলী :

১। বয়স (৩১/১২/২০২০ তারিখে):

  • ক) সাধারণ প্রার্থী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা, এতিম, মহিলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যের কোটার প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩০ বছর (জন্ম তারিখ সর্বোচ্চ ০১/০১/১৯৯১ পর্যন্ত)।
  • খ) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ ৩২ বছর (জন্ম তারিখ সর্বোচ্চ ০১/০১/১৯৮৯ পর্যন্ত)।
  • salaries are discussed below:
    Prime Ministers Office Job Circular 2020 scaled 1
    Prime Ministers Office Job Circular 2020 scaled 1

২। অনলাইনে আবেদন ফরম পূরণ: প্রার্থীকে টেলিটকের Web address: http://cnp.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও অন্যান্য সাধারণ নির্দেশনাবলী উক্ত ঠিকানায় (Link) পাওয়া যাবে।

৩। পরীক্ষার ফি: ক্রমিক নং-১ হতে ৩ এ উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি টাকা ৭০০/- (সাতশত), ক্রমিক নং-৪ এ বর্ণিত পদের জন্য ফি টাকা ৫০০/- পাঁচশত), ক্রমিক নং-৫ হতে ১৩ এ উল্লিখিত পদের জন্য ফি টাকা ১০০/- (একশত) এবং ক্রমিক নং-১৪ হতে ১৬ এ বর্ণিত পদের জন্য ফি টাকা ৫০/- (পঞ্চাশ)।

৪। পরীক্ষার ফি প্রদান পদ্ধতি : Online-এ আবেদন ফরম যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশমতে ছবি এবং Signature Upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র Submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থীকে প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করতে হবে। Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিবেন।

প্রথম SMS : CNP<space>User ID লিখে sent করুন 16222 নম্বরে।
Example: CNP NCRPQBCR sent to 16222
Reply : Applicant’s Name, Tk-000 will be charged as application fee, Your PIN is (8 digit number), To pay fee, type CNP<space>yes<space>PIN and sent to 16222.

দ্বিতীয় SMS : CNP<space>yes<Space>PIN লিখে sent করুন 16222 নম্বরে।
Example: CNP YES (8 digit number) sent to 16222
Reply Congratulations! Applicant’s Name, payment completed successfully for examination fee.
User ID is (XXXXXXXX) and Password (XXXXXXXX).

৫। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা (তারিখ ও সময়):

  • ক) অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়। (উল্লেখ্য যে, ১০/০১/২০২১ খ্রিঃ,  দুপুর ১২:০০ ঘটিকা।)
    প্রার্থীদেরকে আবেদনপত্র দাখিলের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমাদান সম্পন্ন করতে হবে)
    আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ।
  • খ) ২৩/০১/২০২১ খ্রিঃ সন্ধ্যা ০৬:০০ ঘটিকা।
    (উক্ত সময়ের মধ্যে শুধুমাত্র USER ID প্রাপ্ত প্রার্থীগণই পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে অর্থাৎ |
    ২৬/০১/২০২১ খ্রিঃ সন্ধ্যা ০৬:০০টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন)

৬। কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস/বৃদ্ধিসহ নিয়ােগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় ক্ষমতা সংরক্ষণ করেন।

বিঃদ্রঃ শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চুড়ান্তভাবে আবেদনপত্র জমাদন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button