রচনা PDF Download (All) - Bangla rocona

আমার প্রিয় ব্যক্তিত্ব রচনা : শিক্ষক

একজন প্রিয় ব্যক্তিত্ব তথা আমার প্রিয় মানুষ হচ্ছে আমার প্রিয় শিক্ষক। রচনাটি নিম্নরুপ:

Contents

ভূমিকা :

আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে আমারই শিক্ষক যিনি আমাকে পড়িয়েছেন, মানুষের মত মানুষ করেছেন।

জ্ঞানের রাজ্যে আমার পদচারণার শুভ উদ্বোধন ঘটেছে শিক্ষকদের পুণ্য করম্পর্শে অবাধ বিচরণ চলছে তাদের ক্রমাগত পূর্ব দিক নির্দেশনায়। জীবন সুগঠনের মন্ত্র পেয়েছি তাঁদের বাণী থেকে। তাঁরা সংখ্যায় অনেক কিন্তু স্মৃতিতে সমুজ্জ্বল। তাঁরা বৈচিত্র্যে ভিন্নতর, কিন্তু আকর্ষণে অনন্য। তবু তাঁদের আলোর মিছিল থেকে অনেক প্রিয় শিক্ষকের মধ্য থেকে একজনকে উল্লেখ করে আমার আজকের এই প্রয়াস।

আমার প্রিয় শিক্ষক :

জনাব বাবু সুভাষ চন্দ্র পাল। উনি জি.এম. হাট উচ্চ বিদ্যালয়ের খেলাধুলায় প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষক ছিলেন।আমাদের সময়ে উনি ইংরেজীর ক্লাস করাতেন। যতটুকু জানি উনার বাড়ি ফুলগাজী।

প্রথম সাক্ষাত :

উনার সঙ্গে প্রথম পরিচয়ের পর্বটা আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়।
আমি জি.এম.হাট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হই ১৯৯৫ সালে। আমার রোল নং ছিলো ১০১। সাধারণত বেস্ট স্টুডেন্টরাই ক্লাসের প্রথম সারিতে বসে কিংবা অনেক সময় প্রথম টেবিলের কয়েকটা সিটও খালি রেখে অন্য ছাত্ররা বসে। এটা কোন অফিসিয়াল নির্দেশ ছিলোনা কিন্তু মাইন্ডসেট ছিলো তখনকার সময়ে। বর্তমান সময়ের ব্যপারটা জানিনা। আমি রোল নং হিসেবে যাইনি আমার পূর্ব স্কুলের অভ্যেস মতো আমি প্রথম সারিতেই বসলাম।

সাধারণত ক্লাসের টপ স্টুডেন্টদের নাম প্রায় সকল স্যারেরই জানা থাকে, যেহেতু আমি টপ লিস্টে নাই তাই স্যার আমার নাম জানতেন না। স্যার ইংরেজী দ্বিতীয় পত্রের ক্লাস নিচ্ছিলেন। পড়া আদায় করার সময়ে উনার নজরে আমি এসেছি যেহেতু প্রথম সারির টেবিলে বসেছি। উনি আমার নাম জিজ্ঞাসা করে পড়া দিতে বললেন। আমি স্যারের প্রশ্ন অনুযায়ী উত্তর দিলাম। স্যার আমাকে বসতে বললেন না। আমি অবাক হলাম , কারন আমি তো পেরেছি। একটু পর উনি আমার কয়েকজন সহপাঠীদের বললেন দেখ এই ছেলেকে – সে ক্লাসে নতুন কিন্তু পড়া চমৎকার ভাবে আদায় করেছে। সেই দিন থেকে আমার সহপাঠীরা আমাকে সুভাষ স্যারের প্রিয় ছাত্র হিসেবে জানতো। এরপর থেকে সুভাষ স্যার ক্লাসে আসলেই আমাকে ল্যান্ডমার্ক হিসেবে উদাহরন দিতেন। স্যারের প্রশংসা পেয়ে আমি এত বেশি অনুপ্রাণিত হয়েছিলাম যে – জীবনে যত পরীক্ষা দিয়েছি সকল বিষয়ের থেকে সব চেয়ে বেশি নম্বর ইংরেজীতেই পেয়েছি। আমি অষ্টম শ্রেণীর ১০১ থেকে নবম শ্রেণীতে রোল নং ৩ এ, এবং দশম শ্রেনীতে রোল নং ২ এ উত্তীর্ণ হয়েছিলাম।

কেন আমার প্রিয় :
————————
স্যার যখনই ক্লাস করাতেন উনি অনুপ্ররনামুলক প্রবাদ বলতেন বেশি। উনার অনেক গুলো প্রবাদ বাক্যের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত বাক্য ছিলো Rome was not built in a day. আমি এটি বুঝতাম না। ভাবতাম ইংরেজী গ্রামার ক্লাসে ইতালীর রোম শহরের কী সম্পর্ক? একদিন সাহস করে জিজ্ঞাসা করার পর উনি ব্যাখা করলেন। সেই দিন থেকে আমি ধারন করেই আছি। এই ধারন ও বহন করার কথা বলছি কারন ব্যক্তিগত ভাবে আমার ধৈর্য্য কম , যা হতাশা বয়ে আনতে পারে, কিন্তু যখনই মনে আসে Rome was not built in a day , তখনই নিজেকে বলি ছদর ধৈর্য্য ধরো , সময় দাও , পরিশ্রম করো। তোমার শহরও পৃথিবী সৌন্দর্যময় নগরী রোমের মতো হবে একদিন।

একটি স্মরণীয় ঘঠনা :
—————————-
অষ্টম শ্রেনীর প্রথম সাময়িক পরীক্ষা চলছে। বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিচ্ছিলাম। আমাদের শিক্ষক গার্ড ছিলেন জনাব রফিক স্যার। তখনকার সময়ে রফিক স্যার বিদ্যালয়ের বেশ জনপ্রিয় শিক্ষক এবং সবাই ভীষন ভয় পেত উনাকে। কিন্তু উনার সম্পর্কে আমার তেমন ধারনা হয়ে উঠেনি। রফিক স্যারের হাতে ধরা খেলাম নকল নিয়ে। স্যার আমাকে বেশ খাতির করার জন্য প্রস্তুত। ৩টা বেত একত্র করা হলো। হঠাৎ করেই সুভাষ স্যার এসে হাজির হলেন। উনারা দুজনের মধ্যে ভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিলো। আমি তখনো দাঁড়িয়ে আছি। সুভাষ স্যারের নজর পড়লো আমার উপর। উনি বললেন কিরে তুই দাঁড়িয়ে কেন?

রফিক স্যার যখন আমার সুকর্মের কথা বললেন তখন উনি বললে আজ মাপ করে দেন , নতুন ছেলে না বুঝে করেছে।

উনার কারনে আমি মাইর খাই নাই এই কারনে খুশি ঠিকই হইছিলাম তখন কিন্তু আজকে স্মরনীয় ঘঠনা হিসেবে উল্লেখ করতেছি এর পরের ঘঠনা।

সুভাষ স্যার আমাকে বললে পরীক্ষা শেষে দেখা করতে। আমি দেখা করলাম। উনি জিজ্ঞাসা করলেন নকলটা বাসায় লিখতে তোর কত সময় লেগেছিলো? আমি বললাম ৪০ মিনিটের মতো। উনি বললেন আজ তুই বাড়ি গিয়ে ৪০ মিনিট ঐ লেখাটা পড়বি। চেস্টা করে দেখ তোর মুখস্ত হয় কিনা, তবে বুঝে পড়বি তাহলে মুখস্ত হবে এবং মনেও থাকবে। স্যারের কথা অক্ষরে অক্ষরে পালন করলাম। সত্যিই অবাক হয়েছি – চল্লিশ মিনিটের লিখিত নকল আমি ৩৫ মিনিটে মুখস্ত করতে সক্ষম হই। সেদিন থেকে নকলকে সালাম দিয়ে বিদায় দিয়েছি। যখনই কোন কঠিন প্রশ্নের নকলের কথা ভাবতাম তখনই সুভাষ স্যারের লেসনের কথা মনে আসতো।

উপসংহার :
—————-
তিনি ছিলেন সত্য ও সুন্দরের উপাসক। তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিরন্তর বিরাজমান। আমি আমার প্রিয় শিক্ষকের জন্য গর্ববোধ করি। স্যারের সেই মন্ত্রধ্বনি Rome was not built in a day আজও আমার কানে বাজে। বর্তমানে আমি একটি কোম্পানিতে Skill development & motivator হিসেবে কাজ করি। স্যারের সেই প্রবাদ বাক্যের অনুপ্ররণা আজ আমার দৈনন্দিন কর্মশালা।আজ এই গল্প লিখার সময়ে আমি সত্যিই বিস্মিত!! স্যার আমাদের মোটিভেট করার জন্য কত প্রবাদ বলতেন , আজ স্যারের একজন ছাত্র মোটিভেশনাল টিচার!!

আমার প্রিয় শিক্ষক চিরদিন আমার জীবনাকাশে আদর্শের মূর্ত তারকা হয়ে প্রজ্জ্বলিত থাকবেন।

প্রবাস জীবনে আসার বেশ কয়েক বছর পর শুনেছি স্যার পরলোকগমন করেছেন। উনি নেই কিন্তু উনার দেয়া প্রজ্জলন থাকবে অনন্ত কাল বহু ছাত্র -ছাত্রীদের আদর্শ ও মননে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button