Sadat Hossain all Books Pdf Download

স্মৃতিগন্ধা সাদাত হোসাইন Pdf free Download

বইঃ  স্মৃতিগন্ধা সাদাত হোসাইন পিডিএফ ফ্রি ডাউনলোড –  smriti ghonda sadat hossain book pdf free download

স্মৃতিগন্ধা বই রিভিউ নিয়ে কিছু কথাঃ 

প্রায় বছর তিরিশেক আগে আমাদের গাঁয়েরই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে বসবাস শুরু করেন আমার বাবা। কিন্তু ওইটুকু স্থানচ্যুতিই যেন নানাভাবে একধরনের অনাহুত আগন্তুক অনুভূতি দিতে থাকে আমাদের। চারপাশের নানা আবহ-আচরণ যেন প্রতিষ্ঠিত করতে থাকে, তােমাদের বাড়ি তাে এখানে নয়, ওইখানে… ওই যে ফেলে এসেছাে… গাঁয়ের ওই প্রান্তে…।

নিজের শৈশব-কৈশােরের তীব্রতম অনুভূতিতে বুকের ভেতর ওই জল-হাওয়া-মাটি শুষে নিয়ে নিজের শিকড় প্রােথিত করে, ওইটুকু অবজ্ঞা মেনে নেয়ার অভ্যেস রপ্ত করেই আমরা ওই মাটিকে নিজের করে ভালােবেসেছি, বেড়ে উঠেছি। তবে সেই বেড়ে ওঠায় নানা ভাবনা, সংবেদনশীলতাও তৈরি হয়েছে। হয়তাে এ কারণেই দেশত্যাগের মতাে একটি বিষয় চেতনে-অবচেতনে আমাকে সারাক্ষণ নাড়া দেয়।

সেই ভাবনা থেকেই দেশভাগ নিয়ে লেখার ইচ্ছে। বহুদিনের। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতির অভাবে সেটা এখনাে হয়ে ওঠেনি। ‘স্মৃতিগন্ধা’ও দেশভাগ নিয়ে লেখা নয়। তবে উপন্যাসের প্লটটি মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের একটি সময়ের। ছেয়াত্তর-সাতাত্তর সাল। শিকড় উপড়ে যাওয়া মানুষের বেদনার গল্পই হয়তাে আমি লিখতে চেয়েছিলাম।

কিন্তু শেষ পর্যন্ত এই উপন্যাস আর সেই গল্পের থাকেনি। হয়ে উঠেছে অন্য এক ভালােবাসার গল্প । সেখানে পিতা হয়ে উঠেছেন অন্য এক দেশ। যে দেশ আকুল হয়ে খুঁজে বেড়াতে থাকে তার সন্তানকে। কে জানে, হয়তাে দেশও এমন করেই খুঁজে বেড়ায়, অপেক্ষায় থাকে তাঁর সন্তানদের! কেবল তাঁর ছুটে বেড়ানাের ক্ষমতা থাকে না বলে তা দেখা যায় না চোখে। কিন্তু দূর কোনাে দেশে হারিয়ে যাওয়া তাঁর পরবাসী সন্তান হয়তাে ঠিকই টের পায়, মা তাকে ডাকছে! সেই ডাক নিঃশব্দ রাত্রির একাকী প্রহরে সঙ্গোপনে কান্না হয়ে ঝরে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button