কৌশিক মজুমদার Pdf books (সবগুলো) - Kowshik Majumder pdf
সূর্যতামসী Pdf Download + রিভিউ (কৌশিক মজুমদার) – Suryatamsi Kaushik Majumdar Pdf Download
বইয়ের বিবরণ:
- বইয়ের নামঃ সূর্যতামসী
- লেখকঃ কৌশিক মজুমদার
- প্রকাশকালঃ ২০২০
- সাইজঃ ৪৫ এমবি
- পৃষ্ঠাঃ ৩৭৪
- ফরম্যাটঃ পিডিএফ – pdf
Suryatamsi Kaushik Majumdar Pdf Download – কৌশিক মজুমদার সূর্যতামসী Pdf Download links:
সূর্যতামসী বই রিভিউ কৌশিক মজুমদার
প্রকাশক বুক ফার্ম, কলকাতা।
উনিশ শতকের শেষদিকের কলকাতা৷ চিনেপাড়ায় পাওয়া গেল এক মৃতদেহ। মৃ তদেহের ভেতর থেকে সব রক্ত যেন শুষে নেওয়া হয়েছে, মৃ তদেহের যৌ নাঙ্গ মিনিং এবং বুকের ওপরে বিশেষ চিহ্ন খোদাই করা। এ ঘটনার তদন্তে নামলেন পুলিশ অফিসার প্রিয়নাথ মুখোপাধ্যায়। তদন্তে সাহায্যকারী হিসেবে আসল তরুণ প্রাইভেট ডিটেকটিভ তারিণীচরণ রায়। জানা গেল মৃ ত ব্যক্তি স্বয়ং বড়লাট ল্যান্সডাউনের খুড়তুতো ভাই। এবং মৃ তদেহে খোদাই করা চিহ্ন চৈনিক গুপ্ত সমিতির ব্যবহৃত।
এরই কয়েকদিন পরে মঞ্চে জাদু দেখাতে গিয়ে খু ন হলেন দুইজন জাদুকর। সেই মঞ্চে স্বয়ং বড়লাট উপস্থিত ছিলেন।
এদিকে ভবানীপুরের পাগলাগারদ থেকে নিখোঁজ হচ্ছে একের পর এক পাগল।
রক্তশূন্য মৃ তদেহ, চৈনিক চিহ্ন, পরপর দুজন জাদুকর খু ন, আবার পাগলদের নিরুদ্দেশ হওয়া— কী আছে এতসবকিছুর পেছনে।
অন্যদিকে সমান্তরালে চলছে ২০১৮ সালের কাহিনি। তারিণীচরণেরই বংশধর তুর্বসু ডিটেকটিভ এজেন্সি খুলেছে। প্রথম কেস দিয়েছেন দেবাশিস গুহ, তার স্ত্রীর ওপর নজর রাখার জন্য। হঠাৎ করেই মা রা যান দেবাশিস, তার আগে তুর্বসুকে হোয়াটসঅ্যাপে কিছু লিখে পাঠান।
দেবাশিস খু নের তদন্তে উঠে আসে শতাব্দীপ্রাচীন সেই খু নগুলো, গোয়েন্দা তারিণীচরণ এবং প্রিয়নাথের জার্নাল। দেবাশিসের মৃ তদেহ থেকেও তার যৌ নাঙ্গ মিসিং। শতাব্দীপ্রাচীন খু নগুলোর সাথে দেবাশিসের খুনের কি কোনো সম্পর্ক আছে।
লেখক দুইটি ভিন্ন টাইমলাইনের ঘটনা সমান্তরালে এগিয়ে নিয়েছন। প্রচুর ঐতিহাসিক তথ্য, রেফারেন্স দিয়েছেন; যা বাহুল্য মনে হয়।
শতাব্দীপ্রাচীন ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলোর সাথে কোনো গুপ্ত সমিতি জড়িত। লেখক এই খুনগুলোর রহস্য উন্মোচন করেছেন। কিন্তু দেবাশিস খু নের পর্দা ফাঁস করেননি, এর পরবর্তী খণ্ডে হয়তো করা হবে, পড়িনাই দ্বিতীয় পার্ট।
লেখনি মন্দ নয়, তবে বইটা তেমন গতিময় নয়। তবে একটা জিনিস ভালো লেগেছে, প্রথমদিকে যে অনুমানগুলো করা হয়েছিল নেপথ্য কারণ হিসেবে সেগুলোকে বাতিল করা হয়েছে যৌক্তিক অনুসন্ধানের মাধ্যমে। এবং সূত্রগুলো একটার পর একটা জোড়া লাগিয়ে সমাধানের পথে যাওয়া হয়েছে।
কাহিনিটি এক অংশের যবনিকাপাত করা হলেও দ্বিতীয় অংশের সমাধানের জন্য পরবর্তী খণ্ড পড়তে হবে। শুনেছি দ্বিতীয় খণ্ডেও নাকি কাহিনি সমাপ্ত হয়নি, তৃতীয় খণ্ড আসবে।
আমার ব্যক্তিগত রেটিং ৩.৭৫/৫।
ছবি ইন্টারনেট থেকে প্রাপ্ত।