কৌশিক মজুমদার Pdf books (সবগুলো) - Kowshik Majumder pdf

তোপসের নোটবুক pdf free download (কৌশিক মজুমদার) – Topas Notebook pdf free download

  • বইয়ের নামঃ তোপসের নোটবুক
  • লেখকঃ কৌশিক মজুমদার
  • প্রকাশনীঃ বুকফার্ম
  • কৃতজ্ঞতাঃ অরিজিনাল আপলোডার
  • প্রকাশকালঃ ২০১৯
  • সাইজঃ ২৪ এমবি
  • পাতাঃ ১১৬
  • ফরম্যাটঃ পিডিএফ – pdf
তোপসের নোটবুক pdf free download (কৌশিক মজুমদার) – Topas Notebook pdf free download links-

 তোপসের নোটবুক বই রিভিউ কৌশিক মজুমদার

আজ তোপসের নোটবুক বইটা পড়লাম। ফেলুদা ভক্তদের জন্য মাস্টরিড একটা বই। এই বইটা সম্পুর্ন কাল্পনিক এখানে লেখক সত্যজিৎ রায় এর লেখা থেকে ক্লু নিয়ে গল্প তৈরী করেছেন।
ঘটনা শুরু হয় পুরোনো বইয়ের দোকান থেকে লেখক খুজে পান সবুজ মলাটে বাধাই করা একটা পুরোনো ডাইরি। এই ডাইরির মালিক হলেন তপেস রঞ্জন মিত্র যিনি আমাদের চিরচেনা তোপসে। তোপসে যখন এই ডাইরি লিখেছে

তখন তার বয়স ৬০ বছর। ফেলুদা ও লালমোহন ওরফ জটায়ু ইতমধ্যেই গত হয়েছেন। তোপসেও বিয়ে করেনি। জীবনের শেষ প্রান্তে এসে থ্রি মাস্কেটিয়ার্স এর স্মৃতি রোমন্থন আর ফেলুদা’র কিছু অপ্রকাশিত কেইস প্রকাশ করতে লেখা এই ডাইরি।

ডাইরি শুরু হয় ফেলুদা’র জন্মের অনেক আগে মিত্র বংশের পূর্ব ইতিহাস দিয়ে।এর পর আসে ফেলুদার জন্ম। এর পর দেশ ভাগের সময় ঢাকা ছেড়ে কোলকাতা যাওয়া এবং সেখানে বেড়ে ওঠা। এই বইয়ের সবচেয়ে মজার ব্যপার হল এখানে সত্যজিৎ রায়ের অন্যান্য চরিত্রদেরকে ফেলুদা সাথে লিনক করা হয়েছে যেমন তারিনি খুড়োকে ফেলুদার সম্পর্কে খুড়ো দেখানো হয়েছে যার গল্প শোনার জন্য শিশু ফেলু উন্মুখ হয়ে থাকতো। সিধু জ্যাঠার লাইব্রেরিতে গিয়ে গিলতো একের পর এক বই।
এরপর রয়েছে ফেলুদার কিছু অপ্রকাশিত কেইস এর গল্প। একটা কেইস পর ফেলুদা সিদ্ধান্ত নেয় তিনি আর গোয়েন্দাগিরি করবেননা। কি এমন ঘটনা ঘটেছিল এই কেইসে??? জানতে হলে বইটা পরতে হবে।
বইয়ের শেষটা ছিল বিষাদময়। শেষ অধ্যায়ে লালমোহন বাবুর মৃত্যুর খবর দেন ড্রাইভার হরিপদ বাবু। হার্ট অ্যাটাক হয়ে মারা জান জটায়ু। তোপসে যখন ফেলুদাকে খবরটা জানায়, ফেলুদা বলে ” সারাজীবন লোকটাকে হাসিমুখে দেখেছি ওর এই মুখ দেখা আমার পক্ষে সম্ভব না”। তার কিছুকাল পর চলে জান ফেলুদাও। থ্রি মাস্কেটিয়ার্স এর দুজনকে হারিয়ে থাকে শুধু তোপসে আর তার নোটবুক।
বি দ্রঃ আমি কখনও রিভিউ লিখিনি কিভাবে লিখতে হয় তাও জানিনা। নিজে একজন ফেলুদা ভক্ত তাই অন্য ফেলুদা ভক্তদের বইটা সম্পর্কে জানাতেই এই লেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button