চাকরির প্রশ্ন ও উত্তর PDF (সমাধানসহ)
ট্রাফিক সংকেত Pdf Download – ট্রাফিক সিগন্যাল ছবি pdf – ট্রাফিক নিয়ম – Traffic signal pdf bangla
রোড চিহ্ন বইঃ মটর ড্রাইভিং লাইন্সেী ট্রাফিক সংকেত Pdf Download link – Traffic signal pdf bangla
এখানে পাবেন অসমীয়া ও বাংলাদেশ বি আর টি এ চিহ্ন, তথ্যমূলক সতর্কতামূলক চিহ্ন।
বাংলাদেশের সড়কের সংকেত যা বাংলাদেশে বিভিন্ন সড়কে নির্দেশক হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রতিটি ট্রাফিক সংকেতের জন্য নকশা বিবরণ সেট ট্রাফিক সংকেত ম্যানুয়াল হিসাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত।
রাস্তার সংকেত চিহ্ন নিয়ে প্রশ্ন –
১। ট্রাফিক সাইন কত প্রকার ও কি কি?
উত্তরঃ ট্রাফিক সাইন দু’প্রকার।
যথাঃ ১। দৃশ্যমান সাইন ২। অদৃশ্যমান সাইন
☼দৃশ্যমান সাইন বলতে যা আমরা চোখে দেখি তাকেই দৃশ্যমান সাইন বলে। যথাঃ ট্রাফিক পুলিশের সরাসরি সংকেত, ট্রাফিক লাইট সাইন, মোটরযানের বিভিন্ন ইন্ডেকেটিং লাইটিং সিস্টেম।
☼ অদৃশ্যমান সাইন বলতে যা আমরা দেখি না কিন্তু শুনতে পাই তাকেই অদৃশ্যমান সাইন বলে। যথাঃ মোটরযানের হরন।
২। ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কি কি?
উত্তরঃ ট্রাফিক সিগন্যাল বা সংকেত তিন প্রকার। যথাঃ ১। বাহুর সংকেত, ২। আলোক সংকেত ৩। শব্দ সংকেত।
৩। রোড সাইন কত প্রকার ও কি কি?
উত্তরঃ রোড সাইন তিন প্রকার। যথাঃ ১। বাধ্যতামূলক সাইন ২। সতর্কীকরণ সাইন ৩। তথ্যমূলক সাইন।
☼ বাধ্যতামূলক দুই প্রকার। যথাঃ ১। বাধ্যতামূলক হ্যা বাচক ২। বাধ্যতামূলক না বাচক।
৪। এবার আসুন আমরা রোড সাইন গুলোকে কিভাবে সহযে মনে রাখব।
১। বাধ্যতামূলক সাইন নিল বৃত্ত এবং লাল বৃত্তের মধ্যে হয়।
☼ নিল বৃত্ত মানে বাধ্যতামূলক হ্যা বাচক।
☼ লাল বৃত্ত মানে বাধ্যতামূলক না বাচক।
সুতরাং এককথায় বৃত্তের মধ্যে যে সাইন দেখব তাকে অবষ্যই বাধ্যতামূলক ধরব।
☼ নিল বৃত্ত মানে বাধ্যতামূলক হ্যা বাচক।
☼ লাল বৃত্ত মানে বাধ্যতামূলক না বাচক।
সুতরাং এককথায় বৃত্তের মধ্যে যে সাইন দেখব তাকে অবষ্যই বাধ্যতামূলক ধরব।
২। সতর্কীকরণ সাইন ত্রিভুজ এর মধ্যে হয়ে থাকে।
৩। তথ্যমূলক সাইন চতুর্ভুজ এর মধ্যে হয়ে থাকে।
৩। তথ্যমূলক সাইন চতুর্ভুজ এর মধ্যে হয়ে থাকে।
সুতরাং বৃত্ত, ত্রিভুজ, এবং চতুর্ভুজ এর মধ্যেই সাইন গুলো হয়ে থাকে।
আশা করি আপনাদের অনেক কাজে আসবে, বিশেষ করে যারা লাইসেন্স তৈরি করবেন তাদের লিখিত এবং ভাইভাতে অনেক কাজে আসবে।