দিকদর্শন গাইড PDF Download (All) | দিকদর্শন প্রকাশনী বই PDF Download
dikdorshon publication guide pdf || দিকদর্শন প্রকাশনী বই PDF Download
এ এক তাজ্জব নিদ্রাহীনতা । কোনোদিন কেউ শোনে নি, জানেও না এমন, আমার চারপাশের লোকজন। একটা মুখ মাঝে মাঝেই পেন্ডুলামের মতো চোখ পুতির সামনে ঝুলতে থাকে, ঘুমোচছ ? আমি জানি তার কণ্ঠে ভয় এবং আশঙ্কার মিশেল । একগাদা ডাক্তার মিলে এত্ত কারবারি করে ঘুম পাড়িয়ে চলে গেলা এখন যদি ভূতল ফুঁড়ে শব্দ করি, না জেগে আছি। বেচারা কোথায় পালাবে দিশাহীন ? এ তোমার সুখের অসুখ, কত যে,তৈতেছে-সেই পেন্ডুলাম, মানে জহিরের কণ্ঠ। তোমার মা তোমার এই সর্বনাশ করেছে। নিজে উদ্ভ্রান্ত হতে হতে দেহ ছাড়লেন, এখন মেয়ের মধ্যে তার রোগের ঝাণ্া গেঁথে গেছেন। একেই বলে হেরিডিটি…কিন্ত তিনি তো এমন অসুখে ভুগতেন না। জহির মাকে পাগল না বলে উদ্ভ্রান্ত বলছে, আমার ব্যাপারটাকেও সম্মান দিয়ে অসুখ উচ্চারণ করছে। ও কি বুঝে গেছে আমি জেগে আছি ? অবশ্য ডাক্তার তাকে শব্দ ব্যবহারের ক্ষেত্রে পই পই করে সাবধান করে গেছে। তারই বা কী দোষ! বেচারা আমার দশা নিয়ে অদ্ভুত ফাপরে পড়েছে। বহু বছর ধরে শ্রিপিং পিলের অভ্যাস আমার। ঘুম নিয়ে নানারকম উড়াল পারালির পর গত পাচ দিন ধরে বেমক্কা আমি টানা পাঁচ দিন নিদ্বাহীন। নানারকম স্বপ্ন দেখার অভ্যাস শৈশব থেকেই। কিছু স্বপ্ন তো রীতিমতো তাজ্জবকর। যদিও আমি সেগুলোকে স্বপ্ন বলতে রাজি নই। তারপরও মনোডাক্তারের মতে সেইসবই স্বপ্ন হিসেবে বিবেচিত হয়েছে।