বই রিভিউ ও ডাউনলোড

অমর্ষ কমিক বুক রিভিউ

কমিক বুক রিভিউ
অমর্ষ ( প্রোলোগ )
প্রকাশনা : ভিন্নধারা কমিক্স
গল্প : জায়িফ সালাম
অংকন : অনিক সরকার
প্রচ্ছদ এবং সম্পাদনা : ওয়াসিফ নূর
রেটিং : ৫ এ ৪
আমাদের সমাজে সমস্যা আমরা নিজেরাই। নারকীয় এবং বিভৎস সব অপরাধ এই সমাজে স্বাভাবিকভাবে আমরা মেনে নেই। কিন্তু অমর্ষ মানে না। রাতের অন্ধকারে অমর্ষ বেরিয়ে পড়ে সমাজের ভালো করার উদ্দেশ্যে। এই ভালো কোন আলোকিত মানুষ বা সাদা মনের মানুষ করতে পারেন না,

সম্ভব নয় তাদের দ্বারা। এই ভালো যে লুকিয়ে থাকে অন্ধকারে। আলো সবসময় ভালো এটি একটি মিথ, ঠিক তেমনি অন্ধকার সবসময় খারাপ এটিও একটি মিথ মাত্র। সমাজের অন্ধকারের মুখোমুখি হতে অনেক সময় আরো অন্ধকারের প্রয়োজন পড়ে। তখন নিষ্ঠুর নিয়তির মতো হাজির হয় অমর্ষ।

এই ইস্যুটি পড়ার সময় কখনো মনে পড়ে যায় মার্ভেলের পানিশারের কথা, আবার কখনো মনে পড়ে যায় ডিসি কমিক্সের রোরস্যাখের ( ওয়াচম্যান ) এর কথা। প্যানেল টু প্যানেলের বর্ণনা দেখলে বুঝতে পারি বাংলাদেশের কমিক্সে “ডার্ক এন্ড গ্রিটি” যুগ ভালোভাবে শুরু হয়েছে। গল্পে ছড়িয়ে আছে রহস্য। জায়িফ সালাম ভালো গল্প লেখার প্রমিজ রাখেন। অংকনে অনিক সরকার ব্রিলিয়ান্ট কাজ করেছেন। প্রচ্ছদ এবং সম্পাদনা করেছেন ওয়াসিফ নূর। তাঁর কাজের কথা আর কি বলবো, এই প্রচ্ছদের দিকে অনেকক্ষণ একটা অস্বস্তিপূর্ণ ভালো লাগা নিয়ে তাকিয়ে থাকা যায়। ফাইট অনেকটা বাস্তবসম্মত, অমর্ষকে বড় মার্শাল আর্টিস্ট দেখানো হয়নি।
তবে অমর্ষ ব্রুটাল একটা ক্যারেক্টারে পরিণত হচ্ছে এই ব্যাপারে সন্দেহ নেই। ভিন্নধারা কমিক্স এক নতুন এরা শুরু করলো। প্রকাশক শ্রাবণ মেহেদী রাহুলকে অনেক ধন্যবাদ এরকম ইনিসিয়েটিভ নেয়ার জন্যে।
সমাজে চারদিকে তীব্র আলো যখন আমাদের চোখ ঝলসে দেয়, সমাধানের বা সামনে এগুনোর পথ হয়তো তখন খুজে নিতে হয় অন্ধকারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button