New 1-3 Shafin’s English Spoken Book Download
Shafin’s English Spoken Book free download link:-
- সাফিন’স ইংলিশ স্পোকেন ১ ডাউনলোড লিংকঃ Shafins Spoken book 1 PDf Download
2. সাফিন’স ইংলিশ স্পোকেন ২ ডাউনলোড লিংকঃ Shafins Spoken book 2 PDf Download
Speaking should have correctness:
আপনার speaking correct হতে হবে। অর্থাৎ এটা যথা সম্ভব মুক্ত হবে সব ধরনের error থেকে।
ভাল speaker হতে হলে চেষ্টা করবেন grammatical mistake যাতে না হয়। একটা ভাল speech সব ধরনের grammatical mistake থেকে মুক্ত থাকতে হবে। সব grammatical mistake ই খারাপ, তবে কিছু কিছু grammatical mistake আপনার speaking এর বারটা বাজিয়ে দেবে। কোন ভুলগুলাে? এগুলাে হল খুব basic
কিছু grammar (যেগুলাে আপনি পড়েছেন স্কুলের নীচু ক্লাসগুলােতে) related ভুল। যেমন-
- Tense
- Subject-verb agreement
- Number
- Adjective
- adverb
- related Pronoun. .
- Sentence structure
কেউ কেউ বলেন ভাল speaking এ বেশী বেশী compound এবং complex sentence বলতে হয়। এটা partly সত্য, কারণ ভাল speaking এ অবশ্যই প্রয়ােজনে compound ও complex sentences বলতে হয়, কিন্তু তার মানে এই নয় যে, simple sentence বলা যাবে না। আসলে একটা ভাল speaking এ ‘simple, compound
এবং complex sentence-এর একটা proper মিশেল হবে। তবে, যারা খুব একটা ভাল speaker নন তারা মনে রাখবেন, ভুল হবার সম্ভাবনা থাকলে compound/complex sentence না বলে simple sentence বলুন।
মনে রাখবেন সঠিক simple sentence অবশ্যই ভুল complex sentence-এর চাইতে better, Use of vocabulary/Lexical resourcen আপনার speaking ভাল কিনা, তা বােঝা যাবে আপনার ব্যবহৃত vocabulary দেখেও। আপনাকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে word ব্যবহার করার ক্ষেত্রে। আপনার speaking অবশ্যই আপনার range of words/vocabulary indicate করবে। তাই সচেতনভাবে চেষ্টা করবেন situation অনুযায়ী সঠিক words
ব্যবহার করতে। তবে সেক্ষেত্রেও খেয়াল রাখবেন দুটো ব্যাপার –
চেষ্টা করবেন, যদি সম্ভব হয়, কোন খুব বেশী common শব্দের চাইতে একটু uncommon কিন্তু accurate শব্দ ব্যবহার করতে। একটা উদাহরন দেয়া যাক – Most of the students of Bangladesh can not write on uncommon topic because they memorize some selected essays & write those in the exam. এখানে memorize শব্দটির জায়গায় যদি Cram (না বুঝে মুখস্ত করা) শব্দটি ব্যবহার করেন তবে তা হবে আরাে উপযুক্ত শব্দ এবং uncommon, তাই এটা আপনার speaking এর জন্য ভাল হবে।
(সাফিন’স ইংলিশ স্পোকেন) Shafin’s English Spoken Book এর মত আর কোনো বই লাগলে জানাতে ভুলবেন না।