ইলেকট্রনিক্স শিক্ষা বই পিডিএফ ডাউনলোড

ইলেকট্রিক্যাল ওয়্যারিং বই Pdf Download

বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ওয়্যারিং রয়েছে।
ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম থেকে সংরক্ষিত ডিভাইস (Protective Device) ও কন্ট্রোলিং ডিভাইসের (Controlling) সহযােগে তারকে সুন্দর ও নিরাপদে বৈদ্যুতিক লোড কারেন্ট সরবরাহ করার নিমিত্তে তারের যে বিন্যাস ব্যবস্থা তৈরি করা হয় তাকেই ইলেকট্রিক্যাল ওয়্যারিং বলা হয়ে থাকে।
ইলেকট্রিক্যাল ওয়্যারিংকে সাধারণত তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়। যেমন-

  • (১) অভ্যন্তরীণ ওয়্যারিং;
  • (২) ওভার-হেড ওয়্যারিং;
  • (৩) আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং।
  • (৪) অভ্যন্তরীণ ওয়্যারিং

বাড়ি-ঘরের মধ্যে দিয়ে যে ধরণের ওয়্যারিং করা হয় তাকে অভ্যন্তরীণ ওয়্যারিং বলে। ছােটখাট প্রতিষ্ঠান বা দোকানের ওয়্যারিং-কেও এই পর্যায়ের অন্তর্ভূক্ত। অভ্যান্তরীণ ওয়্যারিংকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে।
(ক) হাউজ ওয়্যারিং (House Wiring)
(খ) ডাক্ট ওয়্যারিং (Duct Wiring)

(ক) ঘর-বাড়ি বা ছােট আকারের কোন দোকান প্রতিষ্ঠানে সুষ্ঠু ও নিরাপত্তার সাথে বিদ্যুৎ সরবরাহ ও বন্টন ব্যবস্থার উপর নির্ভর করে উপযুক্ত পরিবাহী বা তারের মাধ্যমে উক্ত বিদ্যুৎ সমস্ত বাড়ির বা দোকানের একস্থান হতে অন্যস্থানে পৌছানাের জন্য যে নিয়মতান্ত্রিক পদ্ধতি গ্রহণ করা হয় তাকে বলা হয় হাউজ ওয়্যারিং।

হাউজ ওয়্যারিংকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন-
(i) সারফেস বা এক্সপােজড ওয়্যারিং (Surface or Exposed Wiring)
(ii) কনসিল্ড ওয়্যারিং (Concealed Wiring)
(i) সারফেস বা এক্সপােজড ওয়্যারিং

বাড়ি-ঘরে বা কোন ছােটখাট প্রতিষ্ঠান বা দোকানের দেয়াল অথবা ছাদের উপর দিয়ে যে ধরণের ওয়ারিং করা হয় তাকে সারফেস বা এক্সপােজড ওয়্যারিং (Surface or Exposed Wiring) বলা হয়। এই ধরণের ওয়্যারিংগুলাে আমরা সরাসরি চোখে দেখতে পাই।

সারফেস বা এক্সপােজড ওয়্যারিং (Surface or Exposed Wiring) কে সাধারণত ৫ ভাগে ভাগ করা যায়। যেমন ঃ

  • হুক ওয়্যারিং (Hook wiring)
  • ব্যাটেন ওয়্যারিং (Batten wiring)
  • কেসিং ওয়্যারিং (Casing wiring)

ইলেকট্রিক্যাল ওয়্যারিং বই Pdf Download লিংকঃ bangla electric wearing-book pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button