বই রিভিউ ও ডাউনলোড

গান শেখার বই Pdf Download (New All)

[PDF] গান শেখার বই PDF Download | সংগীত শিক্ষার বই PDF Download | বাংলা গানের বই PDF Download

সংগীত চর্চা করতে গিয়ে দেখলাম এ সংক্রান্ত বই পুস্তক বাজারের
লাইব্রেরী গুলোতে সচরাচর পাওয়া যায় না। নিদ্রিষ্ট কয়েকটি লাইব্রেরীতে
যা পাওয়া যায় তা যাচাই বাছাই করে নেয়ার উপায় থাকে না কারণ
সংখ্যায় এত কম যে, কোনটি মন্দ কোনটি ভাল।. নিজের বাস্তব
অভিজ্ঞতায় শিক্ষানবীশ সময় থেকে ইচ্ছে ছিল সংগীত শিক্ষা বিষয়ক বই
প্রকাশ করার। সে কারণেই এই প্রয়াস। প্রথমতঃ বলতে হয় সংগীত
গুরুমুখী বিদ্যা, বই পুস্তক. পড়ে সম্মুখ অভিজ্ঞতা অর্জন করা যায় ঠিকই,
কিন্ত একজন অভিজ্ঞ শিক্ষকও একান্ত প্রয়োজন হয়। সংগীতের ব্যাকরণ
বাংলা ও ইংরাজী ভাষা ব্যাকরণের মতই, তাই এ বিদ্যাতেও ব্যকরণ
জানা আবশ্যক । “যে জানেনা ব্যাকরণ, তার জীবনটাই অকারণ” প্রবাদটি
অযথা নয় | এ কথা ভেবে অনেক পরিশ্রম করে “সুর-ধারা” সংকলন
প্রকাশ করা হল নতুন ঢংয়ে।_অনেক বই পুস্তকের সাহায্য নিতে
হয়েছে, তাছাড়া বহু গুনীজ্ঞানী জন্দের কাছ থেকে সংগ্হ করতে হয়েছে
সংগীতের নিগুঢ় তথ্য ।

আমার মনে হয়, যারা সংগীত চর্চাতে আগ্রহী তাদের কাছে বইটির
প্রয়োজনীয়তা থাকবে । ভুল ক্রুটি না রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছি,
তবৃও ভুল ক্রটি যদি থেকে যায়, তা আমার চোখের বাইরে রয়ে গেছে।
সংশোধন করার অনুরোধ রইল ।

পরিশেষে “সুর-ধারা” বইটি কাজে লাগলে আমার পরিশ্রম সার্থক
হবে।

নতুন সংগীত শিক্ষার বই PDF Download

Click here to download

বাউল গানের বই PDF Download

Click here to download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button