বই রিভিউ ও ডাউনলোড
আকাশজোড়া গল্পগাথা বই রিভিউ – হৃদয় হক
বইয়ের নাম: আকাশজোড়া গল্পগাথা
লেখক: হৃদয় হক
প্রকাশনী: প্রান্ত প্রকাশন
কভার মূল্য:৩০০ টাকা
আমার ব্যাক্তিগত রেটিং:১০/১০
প্রিয় অধ্যায়: জ্যোতিবিহীন জ্যোতিষশাস্ত্র
বইটির বিশেষ দিক: জ্যোতির্বিদ্যা গ্রন্থ তালিকা
লেখকের কথা মতো, তিনি বইটি লিখেছেন কিছু জানানোর জন্য, অজানাকে জানার ইচ্ছা যোগানোর জন্য।
হয়তো তিনি তার উদ্দেশ্যে সফল হয়েছেন। কারণ তার বইটি মোটেও বাঁধাই করা কয়েকটা পাতা নয়। প্রতিটা পাতাই তথ্যবহুল।
প্রথমত বইটি পড়ে আপনি জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের পার্থক্য নির্ণয় করতে পারবেন!
এরপর জ্যোতির্বিদ্যার সংক্ষিপ্ত ইতিহাস, ছায়াপথের প্রেম, কেসলার সিনড্রোম, মিরা, ল্যাগ্র্যাঞ্জ পয়েন্ট নিয়ে ধারনা পাবেন।
গ্রহাণুদের নিয়ে দুইটি অধ্যায়: গ্রহাণুদের গল্প, গ্রহাণুদের হুমকি।
উল্কা নিয়ে অধ্যায়গুলো হলো-
উল্কা ও উল্কাবৃষ্টি, জেমিনিডস, পার্সেইড।
এছাড়াও আছে গামা রশ্মি বিস্ফোরণ, মাসিক তারাচিত্র, নিশীথ আকাশের দিনপুস্ত, ছায়াপথের প্রেম।
বইটির একটা অধ্যায় সকলের পড়া উচিৎ!
তা হলো ভ্রান্ত ধারণায় জ্যোতির্বিদ্যা।
ওই অধ্যায়টিতে অনেকগুলি বিষয় বর্ণনা করা আছে যেগুলো মিথ্যা হওয়া সত্ত্বেও আমরা সত্যি বলে ভাবতাম। লেখক ঐ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।আশা করি পাঠকদের ভুলভ্রান্তি কেটে যাবে।
বইয়ের আকর্ষণীয় অধ্যায় হলো জ্যোতির্বিজ্ঞান গ্রন্থ তালিকা। অনেক বইয়ের নামের সমাহারের পাশাপাশি আছে এক অপূর্ব অংশ।
লেখক জ্যোতির্বিজ্ঞান পাঠকদের সুবিধার্থে ক্রমান্বিত ভাবে বইয়ের নাম দিয়ে দিয়েছেন। মানে কোন বয়স/শ্রেনীর জন্য কোন বই,কোন বই দিয়ে শুরু করতে হবে…… কোন বইয়ে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটাও লেখক বলে দিয়েছেন।
লেখক একটা কাজ খুব চতুরতার সাথে করেছে! তা হলো — লেখক প্রতিটি অধ্যায়ের
শুরুতে একটা করে উক্তি দিয়ে দিয়েছেন। এতো বড় গ্রন্থ তালিকা দেখে অনেকেই অনুৎসাহিত হতে পারে ।
তাই লেখক সেখানে বই নিয়ে জনপ্রিয় একটি উক্তি, “বই কিনে কেউ দেউলিয়া হয় না” দিয়ে দিয়েছেন!
তাছাড়া গ্রন্থ তালিকা অধ্যায়ে লেখক বই বিভাগ অনুযায়ী সাজিয়ে দিয়েছে।
বইটির আরেকটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নগ্নলোচনে জ্যোতির্বিদ্যা। এই অধ্যায়ের শেষের দিকে অনেক জ্যোতির্বিদ্যা জানার রিসোর্সের নাম দেয়া আছে! এই অধ্যায় টা নতুনদের জন্য খুবই উপকারী হবে!
বইটির সর্বশেষ অধ্যায় হলো মাসিক তারাচিত্র। মাস অনুযায়ী রাতের আকাশের নক্ষত্রমন্ডল গুলো চিনতে সাহায্য করতে পারবে এই অধ্যায়।
এবার আসি আমার রেটিংয়ের কারন নিয়ে।
আমি আসলে রেটিং দেই সূচিপত্র দেখে।
অধ্যায়ের নাম অনুযায়ী তাতে আশানুরূপ লেখা থাকলে সেটা ফুল রেটিং পায়।
বইটিতে তা ছিল।
আপনি যদি জ্যোতির্বিদ্যায় আগ্রহী হয়ে থাকেন তাহলে বইটি আপনার পড়া উচিৎ বলে আমি মনে করি।
বইটি আপনারা পাবেন – রকমারি, দিয়াশলাই, চন্দ্রদ্বীপ, চট্টগ্রাম বাতিঘর সহ আরো কিছু অনলাইন শপে। ঢাকায় – নীলক্ষেত, নিউমার্কেট, ফার্মগেট, শাহবাগ সহ আরো কিছু জায়গায়। রাঙামাটিতে – গাজী প্রকাশনী(নিউ মার্কেট) ও রাজেন্দ্র লাইব্রেরী (বনরুপা) এসব জায়গায়।