Mouri Morium Books Pdf download (All)
Sukhi Bibahito Bachelor Pdf free Download
Sukhi Bibahito Bachelor book Pdf free Download – Pdfmela link
তোমার কবিতা
হাজার বার যে কবিতা পরে শেষ করা যায় না সে কবিতাই একের পর এক তোমার কলমে এসে জড়ো হয়।
কখনো চোখের কোণে কাজল পড়িয়ে দেয়, কখনো সুখের সুরায় ডুবিয়ে আচ্ছন্ন করে দেয় সে কবিতার মাতাল শব্দ গাঁথুনি।
পুরো রাত জোৎস্নার আলতো স্পর্শে পরম আদরে জড়িয়ে রাখে অন্তঃমিল গুলো!
বিশ্বসংগীত তন্ন তন্ন করে খুঁজেও যে সুর পাইনি কোথাও,
সহসা সেই সুর পেয়েছি তোমার ছন্নছাড়া কবিতায়।
সহসা সেই সুর পেয়েছি তোমার অগোছালো শব্দের টেউয়ে।
অফুরন্ত মোহ দিয়ে গড়ানো এই কবিতাগুলো তুমি বুনে চল ,
কখন তুমি আমার কপালে এসে চুপিচুপি কবিতা লিখে যাও?
আমি বুঝতে পারি না, জানতে পারি না গভীর রাতে কবির হৃদয়ের অস্পষ্ট কথা।
তোমার কবিতা নিঝুম রাতে ঘুম পাড়িয়ে দেয়, নতুন ভোরের স্নিগ্ধ আলোয় নিজের মতো করে বাঁচতে শেখায়।
তোমার কবিতাই আমার কাঁদার একমাত্র কারণ।
আবার দিনের শেষে অশ্রু মোছার রূপায় বোনা রুমাল।
নাই বা নিলাম তোমার কবিতার সুবাস
নাই বা ছুঁয়ে দেখলাম!
সবকিছুই গোপন থাকুক, নীরব চলুক, যেভাবে নদীর স্রোত বয়ে যায়
যেভাবে রাতের তারা সবার আড়ালে খসে পড়ে।
তোমার কবিতা স্পর্শ করার মাঝে যতটা সুখ, তার চেয়েও বেশি সুখ দূর থেকে পড়ার মাঝে।
তোমায় পাওয়ার থেকেও বেশি সুখ পাওয়ার প্রার্থনায়,
তোমায় আজও খুঁজে পাই নদীর বুকে জেগে ওঠা বালুচরের মতোন,
ঠিক যেভাবে রংধনুর রংগুলো ভেসে ওঠে হঠাৎ, মেঘমালিকার ক্ষণিক আসা-যাওয়ায়।
লামিসা ইসলাম