বই রিভিউ ও ডাউনলোড
অসমাপ্ত আত্মজীবনী এর বুক রিভিউ সারমর্ম রচনা
oshomapto attojiboni- অসমাপ্ত আত্মজীবনী রচনা:
সম্পাদক- বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক শামসুজ্জামান খান।
প্রচ্ছদ করেন সমর মজুমদার।
অসমাপ্ত আত্মজীবনী’র ভূমিকা লিখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অসমাপ্ত আত্মজীবনী সারাংশ:
২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা খুঁজে পান। মূল্যবান ওই খাতাগুলোই বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিসেবে প্রকাশিত হয়। এগুলো বঙ্গবন্ধু ১৯৬৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন কিন্তু শেষ
করতে পারেন নি।
বঙ্গবন্ধুর স্বহস্তে লিখিত চারটি পুরাতন, জীর্ণ খাতা থেকে লিখা উদ্ধার করে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের প্রুফ করতে অবদান রাখেন শেখ হাসিনা, শেখ রেহানা, ববি মওদুদ , আব্দুর রহমান ও মনিরুন নেছা নিনু।
খাতাগুলোয় জেলারের অনুমোদনের স্বাক্ষর ও তারিখ দেখে অসমাপ্ত আত্মজীবনী বইটি লিখার স্থান ও সময়কাল জানা যায়। চীন, ভারত ও পশ্চিম পাকিস্তান এই তিনটি দেশ ভ্রমনের কথা আছে। ১৯৫৫ সাল পর্যন্ত আত্মজীবনী লিখা আছে।
অরিজিনাল বইটা বাংলা ভাষায় এছাড়া অনূদিত হয় ১২ টি ভাষায়।
অসমাপ্ত আত্মজীবনী এর সারমর্ম – pdf link