অবনীল pdf download + রিভিউ || Abonil pdf Muhammod Zafar Iqbal
অবনীল পিডিএফ সাইজঃ ৮.৬৮ এমবি. Abonil pdf Muhammod Zafar Iqbal info:
- বইয়ের নামঃ অবনীল
- লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল
- প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২০০৪
- প্রকাশকঃ অন্যপ্রকাশ
- সাইজঃ ০৪ এমবি
- ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
- পাতা সংখ্যাঃ ৯৬ টি
- বইয়ের ধরণঃ বৈজ্ঞানিক কল্পকাহিনী
- ফরম্যাটঃ পিডিএফ (PDF)
- Name : Abonil .
- Writer : Muhammed Zafar Iqbal .
- Category/Genre: Science friction
- Language: Bengali
- Format: PDF
- Pages : 62 Pages.
- PDF File Size: 8.68 Megabytes
- Source: Internet.
Contents
অবনীল রিভিউ
এটি এমন সময়ের গল্প, যেখানে মানুষ আর নীলমানব দুটি সম্প্রদায় একে অপরের রক্তের জন্য ক্ষুধার্ত। নীলমানবেরা দেখতে অবিকল মানুষের মতো হলেও তাদেরকে ঠিক মানুষের মর্যাদা দেওয়া হয়নি। বরং তাদেরকে আলাদা প্রাণী হিসেবে বিবেচনা করা হয়।
অসম্ভব সাহসী, ভয়ঙ্কর, দুর্ধর্ষ, একরোখা এবং বুদ্ধিমান হিসেবে পরিচিত নীলমানবেরা মানবজাতিরই ছোট্ট এক অংশ। যারা স্বেচ্ছায় নিজেদের মাঝে বিবর্তন এনেছে। দৃষ্টি ক্ষমতা এমনভাবে বাড়িয়েছে যেন অন্ধকারেও দেখতে পায়। ফুসফুসকে বড় এবং শক্তিশালী করেছে যেন জরুরি পরিস্থিতিতে অতিমাত্রায় অক্সিজেন জমাতে পারে। তাদের রক্ত কপারভিত্তিক, ফলে এদের রক্ত এবং গায়ের রঙ নীল।
নীলমানবদের এসকল গুণ-বৈশিষ্ট্যের কারণে তাদের নিয়ে মানুষের আগ্রহের সীমা নেই। তারা এই প্রজাতির উপর গবেষণা করতে চায় এবং পরবর্তীতে সেই সুযোগ তৈরিও হয়। ক্লড যুদ্ধে মানুষ মোট ১৭ জন নীলমানবকে আটক করে। এরপর ক্যাপ্টেন বর্কেনের নির্দেশে একটি মহাকাশযান এদেরকে নিয়ে বিজ্ঞান একাডেমীর উদ্দেশ্যে রওনা দেয়।
যাত্রাপথে মহাকাশচারী ও নীলমানবদের মাঝে ভয়াবহ যুদ্ধ লাগে। মুহূর্তেই লাল ও নীল রক্তের বন্যা বয়ে যায়। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হওয়া মহাকাশযানে মাত্র দুজন প্রাণে বেঁচে যায়। রিরা নামের একজন কিশোরী শিক্ষানবিশ কর্মকর্তা এবং কুশান নামের একজন নীলমানব।
যুদ্ধ পরবর্তী সময়ে প্রায় ধ্বংশ হয়ে যাওয়া মহাকাশযান নিয়ে অচেনা এক গ্রহে অবতরণ করে রিরা। সেই গ্রহের মধ্যাকর্ষণজনিত ত্বরণ জি-এর কাছাকাছি এবং মোটামুটি পর্যায়ের বায়ুমণ্ডল ও আলো রয়েছে। মহাকাশযানের মূল প্রসেসর কর্তৃক জানা যায়, প্রায় অর্ধশতাব্দী আগে এই গ্রহে কলোনী করেছিল মানুষেরা। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সবাই মারা যায়। শুধু তাই নয়, আরও একটি ভয়াবহ তথ্য উঠে আসে। এই গ্রহে রয়েছে বুদ্ধিহীন, ভয়ঙ্কর এবং নৃশংস একদল প্রাণী। সংখ্যায় এরা লাখের উর্ধ্বে এবং আপাতদৃষ্টিতে এটাই সবচাইতে বড় বিপদ।
অচেনা গ্রহে লাখো শত্রুদের ভিড়ে কীভাবে টিকে থাকবে রিরা? প্রায় ধ্বংস হয়ে যাওয়া মহাকাশযানেই-বা কতদিন বেঁচে থাকবে? তাদেরকে কেউ উদ্ধার করতে আসবে কি? বেঁচে যাওয়া সেই নীলমানবটিরই-বা কী হলো? এসকল প্রশ্নের উত্তর মিলবে এই উপন্যাসে।
অবনীল যতটা সায়েন্স ফিকশন, ঠিক ততটাই সার্ভাইবাল কাহিনি। শুরুর দিকটা ধীর গতিসম্পন্ন হলেও খুব দ্রুততার সঙ্গে গল্পের বাক পরিবর্তন ঘটে। সেইসাথে আস্তে ধীরে স্নায়ুর উপর চাপও বাড়তে থাকে। একটা সময় মহাকাশযানের কক্ষপথে বিচ্যুতি দেখা দিলেও পাঠকের মনোযোগে বিচ্যুতি ঘটার কোনো সম্ভাবনা নেই। কঠিন বিপর্যয়কে মোকাবিলা করতে প্রধান চরিত্রগুলো যে ধরনের প্রতিবন্ধকতার মাঝ দিয়ে যায়, যেসকল প্রতিকূলতার মুখোমুখি হয়, তা পাঠকও অনুভব করতে পারবেন। নিজেকে আবিষ্কার করবেন কোণঠাসা অবস্থায়। তাছাড়া লেখক যখন মুহম্মদ জাফর ইকবাল আর জনরা যখন সায়েন্স ফিকশন, তখন খুব বেশি কিছুর ব্যাখ্যা দরকারও পড়ে না।
তবে যদি প্রশ্ন করা হয়- এটা কি শুধুই বিজ্ঞান নির্ভর কল্পকাহিনি? উত্তরটা হবে- না। সময়ের ব্যবধান যদি গায়েব করে দেওয়া যায়, তাহলে কল্পনা আর বাস্তবতার মাঝে খুব বেশি পার্থক্য থাকে না। মহাকাশ, মহাযান, অত্যাধুনিক কম্পিউটার প্রযুক্তির বিষয়গুলো বাদ দিলে, মানব সন্তান রিরা এবং ভিন্ন প্রজাতির নীলমানব কুশানের ভাষা, সংস্কৃতি, আচরণগত পরিবর্তনকে খুব সহজেই বাস্তব জীবনের সঙ্গে মেলানো যায়। আমরা নিজেদের সমাজ, সংস্কৃতি, ধর্ম, গোষ্ঠীর বাইরে আলাদা কাউকে বা কোনোকিছুকে সহজভাবে নিতে পারি না। বরং বিরূপ মনোভাব পোষণ করি। অথচ আমাদের বেঁচে থাকার সংগ্রাম এক। বুক ভরে শ্বাস নিতে, শান্তিতে বেঁচে থাকার যে বাসনা, সেটাও অভিন্ন। লেখক যেন এই চরিত্রগুলোর মাধ্যমে বর্তমান সমাজ, গোষ্ঠীর মধ্যে থাকা অমূলক ভেদাভেদকেই তুলে ধরার চেষ্টা করেছেন।
উপন্যাসের ঘটনাগুলোকে অনুসরণ করলে দেখা যায়, একে অপরের রক্তের জন্য মরিয়া দুটি ভিন্ন সম্প্রদায়-গোষ্ঠী শেষ পর্যন্ত বেঁচে থাকার জন্য একে অন্যের সাহায্য নিয়ে যে লড়াইটা চালিয়ে যায়, সেটা যেন বর্তমান যুগের জীবন সংগ্রামেরই প্রতিচ্ছবি। যা এই বিজ্ঞান নির্ভর কল্পকাহিনিকে আরও বেশি বাস্তবিক করে তোলে। সবমিলিয়ে উপন্যাসটি ভীষণ উপভোগ্য ছিল। যারা সায়েন্স ফিকশন, থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য ‘অবনীল’ বইটি সাজেস্ট করব। হ্যাপি রিডিং।
.
বই: অবনীল
লেখক: মুহম্মদ জাফর ইকবাল
প্রচ্ছদ: ধ্রুব এষ
ধরন: সায়েন্স ফিকশন
প্রকাশনী: তাম্রলিপি
পৃষ্ঠা সংখ্যা: ৯৬
মলাট মূল্য: ১৬০ টাকা
অবনীল pdf download
বিজ্ঞান কল্পকাহিনী অবনীল pdf link-