বই রিভিউ ও ডাউনলোড

কোম্পানি আইন বই Pdf Download – ব্যাংকিং আইন pdf

ব্যাংক কোম্পানি আইন ২০১৩ pdf –Bangla Pdf

রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজান্বত্ব আইনের এঁতিহাসিক পটভূমি ও উদ্দেশ্য  রাষ্ট্রীয় অধিথ্বহণ ও প্রজান্বত আইন একটি বিধিবদ্ধ আইন। এই আইন ১৯টি অধ্যায়ে বিভক্ত। তন্মধ্যে প্রথম ১১টি অধ্যায়ে রাষ্্রীয় অধিগ্রহণ সংক্রান্ত বিষয়াদি এবং অবশিষ্ট ৮টি অধ্যায়ে রাষ্্রীয় অধিগ্রহণের মাধ্যমে সকল প্রকার মধ্যস্বতু বিলোপের পর,রায়তদের কৃষি জমিতে যে অধিকার থাকিবে তাহাই প্রজান্বত্ব আইনরূপে লিপিবদ্ধ আছে।  স্পষ্টতই এখানে দুইটি আইনের একত্র সমাবেশ ঘটিয়াছে। প্রথমটি রাষ্ট্রীয় অধিগ্রহণ  এবং দ্বিতীয়টি প্রজান্বত্ব আইন । রাষ্ট্রীয় অধিগহণ প্রক্রিয়া শুরু হইয়াছিল ১৯৫০ সালের ১৬ই মে তারিখের পর হইতে ।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ পিডিএফ:

এ তারিখেই তদানীন্তন গভর্নর জেনারেল আইনটি সহি করেন এবং এঁদিন হইতেই ইহা কার্যকরী হয়। ইতোমধ্যে প্রায় ৫৬ বৎসর অতিবাহিত হইয়াছে। সকল প্রকার মধ্য্বতব অধিগ্রহণের কাজ শেষ হইয়া গিয়াছে। মধ্যস্বতব ভোগী এবং জমিদারগণ তীহাদের প্রাপ্য ক্ষতিপূরণ পাইয়াছেন। এই প্রসঙ্গে যাবতীয় মামলা-মোকদ্দমাও প্রায় শেষ হইতে চলিল। অবস্থাধীনে এখন কয়েকটি বিশেষ ধারা ব্যতীত রাষ্ট্রীয় অধিগ্রহণ সংক্রান্ত আইনের গুরুত্ব আর তেমন নাই। বাস্তব ক্ষেত্রে ইহার গুরুত্ব কমিলেও এই আইনের একটি এঁতিহাসিক পটভূমিকা রহিয়াছে এবং এই বিষয়ে আইন অধ্যয়নরত সকল ছাত্রেরই একটি স্পষ্ট ধারণা থাকা উচিত। প্রশ্নোত্তরে আলোচ্য বিষয়টি আরন্ত করা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button