বই রিভিউ ও ডাউনলোড

গিটার শেখার বই Pdf Download (New)

নতুন নতুন সব ধরনের গিটার শেখার বই Pdf Download করতে এই পোস্টটি ফলো করুন। 

ইউরোপীয় শরস্ততকারক যেমন – জোহান স্টফার, রেনে ল্যাকো প্রমুখ গীটারকে আধুনিক রূপ দেন। ১৮৫০ সালে
শীটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটান ত্যান্টোনিও টোরেস। টোরেস গীটারের-আকার ও নেক এর প্রশস্ততা বৃদ্ধি করেন এবং এর সাউন্ড বোর্ডের নীচে ছড়ানো পাখার মত করে ৭টি ছোট কাঠের টুকরা যুক্ত করেন। এতে ৰা হাতের বাদন কৌশল যেমন উন্নততর হয় তেমনি গীটার আরও জোরালো আওয়াজ ও বেইজ রেসপল সমৃদ্ধ হয়। ১৯১০ থেকে ১৯২০ সালের মধ্যে আমেরিকায় জ্যাজ সঙ্গীতের উানেরসঙ্গে লে গীটারে সাফলযজনকভাবে টনের ছার সংযোজন শুরু হর। করে যার জনপ্রিরতারোশ ধরে আমাদের দেশেও ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে গীটারের ব্যাপক প্রচার ও প্রসার ঘটেছে।

গিটারের প্রাথমিক ধারণার জন্য বইটি সহায়ক হতে পারে। বিশেষ করে তত্ত্বীয়/ থিওরির বিষয় গুলো ভালোভাবে জানার জন্য। তবে যেহেতু তত্ত্বীয় বিষয় গুলো সব জায়গাতেই একই রকম সে ক্ষেত্রে আরো কিছুটা নান্দনিকতার দরকার ছিল এবং আজকাল সব কিছুই সহজলভ্য সে অনুযায়ী বইয়ের দাম কিছুটা বেশী মনে হয়েছে।

অসাধারণ। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পারফেক্ট। প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীত উভয়ই স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে।

গীটার শিক্ষার ক্ষেত্রে অন্যতম একটি কার্যকর বই। অনেক তথ্য বহুল তাই বইটি আমার সেরা পছন্দ।

guiter learn bangla pdf  Free download 

Click here to download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button