বই রিভিউ ও ডাউনলোড
দি আউটসাইডার বই রিভিউ
Title | দি আউটসাইডার |
Author | মুনতাসীর মামুন , আলবার্ট কামুস |
Translator | মুনতাসীর মামুন |
Publisher | বিশ্বসাহিত্য কেন্দ্র |
Type | Book review |
Edition | 4th Editor, 2016 |
দি আউটসাইডার আলবেয়ার কাম্যু Pdf free Download link –The Outsider pdf
আ লো চ না
বইটি শেষ করার পর থেকেই ভাবছিলাম একটি রিভিউ লিখবো। কিন্তু “আলবেয়ার কাম্যুর আউটসাইডার” বইয়ের রিভিউ লেখা আমার জন্য একটু কঠিনই। কারণ আউটসাইডার বইয়ের গল্পটির পেটের মধ্যে রয়েছে জটিল আরও একটি গল্প। যেটি সামাজিক বাস্তবতার, যেটি একপেশে জগতের একচোখা দৃষ্টিপাতেরর গল্প বলে।
কাম্যু জন্মেছিলেন আলজেরিয়ায়। জীবনে বেঁচে থাকার স্বার্থে নানান পেশাবৃত্তি বেছে নিয়েছিলেন। আলজেরিয়ার জাতীয় ফুটবল দলের গোলরক্ষক থেকে শুরু করে সৈনিক, সাংবাদিক এবং লেখক হিসেবে নিজেকে পরিচিত করেছেন। এবং ফরাসি সাহিত্যে নতুন দর্শনের প্রবক্তা হিসেবে যে নামগুলো প্রথমেই চলে আসে, তারমধ্যে প্রথম দুটি হলো সার্ত্রে এবং কাম্যু।
এখন আসি মূল আলোচনায়…
দ্য আউটসাইডার রিভিউ
dir="auto">কাম্যুর আউটসাইডার বইয়ের গল্পটি খুব চিত্তরঞ্জক নয়। একেবারেই সাদামাটা, কেমন যেন ঝিম ধরিয়ে দেয়, ঘুম পারিয়ে দেয়। কিন্তু গল্পের পেছনের গল্পটি ছিল একেবারেই অন্য রকম।
গল্পের নায়ক মারসো। মারসো একজন কাটখোট্টা ধরণের মানুষ। সাধারণ মৌল আবেগ দ্বারা সে কখনোই তাড়িত ছিল না। এমনকি মারসো তার মায়ের মৃতদহ সামনে রেখেই সিগারেট খাচ্ছিল। মায়ের মৃতদেহ মাটি দেয়ার পরদিনই সে তার বান্ধবীকে নিয়ে সমুদ্রস্নানে গিয়েছিল, এমনকি পরদিন থেকেই বান্ধবী মারীর সাথে নিয়মিত রাত কাটিয়েছিল।
মারসোর এই যে নিরাবেগ, নিরাসক্তি, এটাই প্রচলিত সমাজ মেনে নিতে পারেনি। সমাজ চায় আবেগ, অভিনয়, ছদ্ধচরিত। সমাজ এগুলো দেখেই অভ্যস্ত। এই অভিনয়ের জগতে একজন কাটখোট্টা, সোজাসাপটা মানুষকে মনে হয় বহিরাগত। যেন সে বেমানান। যেন সে আগন্তুক। মারসোর জীবন ছিলও ঠিক আগন্তুকের মতো।
এই যে প্রচলিত ছদ্ধবেশী সমাজের সাথে মারসো তাল মেলাতে পারে না এবং যখন যা তার ইচ্ছা হয় তা’ই সে করে, এই কারণেই সে আউটসাইডার। এবং এটাই ছিল তার অপরাধ।
সে যা’ই হোক, কোন এক সময় দুর্ঘটনাক্রমে মারসো একজনকে খুণ করে। বিচারকমণ্ডলি যদিও বুঝতে পারে এটি নিছক একটি দুর্ঘটনা, কিন্তু তবু তারা টেনে নিয়ে আসে মারসোর মায়ের মৃত্যুকালিন তার কৃতকর্মগুলো এবং তার চারিত্রিক বিশ্লেষণ। খুণের ঘটনার বিচারে চুলচেরা বিশ্লেষণ করে তার নিরাসক্ততার। মারসোকে তারা দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড দেয় এমন এক কারণে, যা খুণের সাথে সংযোগ রাখে না।