শিক্ষা নোটস
Prothom Alo Newspaper : Bangla to English Translation (২৮ মে ২০২১)
তারিখঃ ২৮ মে ২১
শিরোনামঃ প্রাকৃতিক বিপর্যয়ে হালদায় ডিম সংগ্রহ এবার তলনিতে
Contents
# প্রাকৃতিক বিপর্যয়ে হালদায় ডিম সংগ্রহ এবার তলানিতে
• প্রাকৃতিক – natural
• বিপর্যয়-trouble/ disaster /calamity
• প্রাকৃতিক বিপর্যয়ে- natural disaster
• হালদা- Halda
• হালদায়- in Halda
• ডিম – egg
• সংগ্রহ- collection
• ডিম সংগ্রহ- egg collection
• হালদায় ডিম সংগ্রহ- egg collection in Halda
• এবার-this time / this year
• তলানি- bottom
• তলানিতে-at the bottom
• এবার তলানিতে- at the bottom this year
• সংগ্রহ এবার তলানিতে – collection is at the bottom this year
• ডিম সংগ্রহ এবার তলানিতে- egg collection is at the bottom this year
• হালদায় ডিম সংগ্রহ এবার তলানিতে- egg collection in Halda is at the bottom this year
• বিপর্যয়ে হালদায় ডিম সংগ্রহ এবার তলানিতে – egg collection in Halda is at the bottom this year because of disaster/ because of disaster egg collection in Halda is at the bottom this year / due to the disaster egg collection in Halda is at the bottom this year
• প্রাকৃতিক বিপর্যয়ে হালদায় ডিম সংগ্রহ এবার তলানিতে- due to the natural disaster, egg collection in Halda is at the bottom this year
# দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্পজাতীয় মা মাছ তৃতীয় দফায় পুরোদমে ডিম ছেড়েছে।
• দেশ-country
• দেশের-of the country
• একমাত্র-only
• প্রাকৃতিক – natural
• মৎস্য- fish
• প্রজননক্ষেত্র- breeding ground / breeding field
• মৎস্য প্রজননক্ষেত্র- fish breeding ground
• প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র- natural fish breeding ground
• দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র- the only natural fish breeding ground of the country
• চট্টগ্রাম-Chittagong
• চট্টগ্রামের-in Chittagong / of Chittagong
• হালদা নদী-Halda River
• হালদা নদীতে –at Halda River / at Halda
• চট্টগ্রামের হালদা নদীতে- at Halda River in Chittagong / at Halda River, Chittagong
• কার্পজাতীয় –carp
• মা –mother
• মাছ-fish
• মা মাছ- mother fish
• কার্পজাতীয় মা মাছ- mother carp fish
• তৃতীয় –third
• দফা-term / phase
• তৃতীয় দফা- third term
• তৃতীয় দফায়- in the third phase
• পুরোদমে- in full force / fully
• ডিম ছাড়া-lay eggs
• ডিম ছেড়েছে-has laid eggs
• পুরোদমে ডিম ছেড়েছে- has laid eggs fully
• তৃতীয় দফায় পুরোদমে ডিম ছেড়েছে- has laid eggs fully in the third phase / has laid eggs fully for the third term
• কার্পজাতীয় মা মাছ তৃতীয় দফায় পুরোদমে ডিম ছেড়েছে- mother carp fish has laid eggs fully for the third term
• নদীতে কার্পজাতীয় মা মাছ তৃতীয় দফায় পুরোদমে ডিম ছেড়েছে- mother carp fish has laid eggs fully in the river for the third term
• হালদা নদীতে কার্পজাতীয় মা মাছ তৃতীয় দফায় পুরোদমে ডিম ছেড়েছে- mother carp fish has laid eggs fully in the Halda river for the third term
• চট্টগ্রামের হালদা নদীতে কার্পজাতীয় মা মাছ তৃতীয় দফায় পুরোদমে ডিম ছেড়েছে- mother carp fish has laid eggs fully at the Halda river in Chittagong for the third term
• মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্পজাতীয় মা মাছ তৃতীয় দফায় পুরোদমে ডিম ছেড়েছে- mother carp fish has laid eggs fully at the fish breeding ground Halda river in Chittagong for the third term
• প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্পজাতীয় মা মাছ তৃতীয় দফায় পুরোদমে ডিম ছেড়েছে- mother carp fish has laid eggs fully at the natural fish breeding ground Halda river in Chittagong for the third term
• একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্পজাতীয় মা মাছ তৃতীয় দফায় পুরোদমে ডিম ছেড়েছে-
mother carp fish has laid eggs fully in the only natural fish breeding ground Halda river, Chittagong for the third term
• দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্পজাতীয় মা মাছ তৃতীয় দফায় পুরোদমে ডিম ছেড়েছে- mother carp fish has laid eggs fully in the only natural fish breeding ground of the country, Halda river, Chittagong for the third term
#গত বুধবার মধ্যরাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত পুরোদমে ডিম ছাড়ে মা মাছ।তবে আশানুরূপ ডিম না পাওয়ায় হতাশ আহরণকারীরা।
• গত বুধবার মধ্যরাত থেকে- from midnight on last Wednesday
• গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত- to dawn on Thursday
• পুরোদমে – in full force
• ডিম ছাড়ে মা মাছ- mother fish laid eggs
• পুরোদমে ডিম ছাড়ে মা মাছ- mother fish laid eggs in full force
• গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত পুরোদমে ডিম ছাড়ে মা মাছ- mother fish laid eggs in full force till dawn on Thursday
• গত বুধবার মধ্যরাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত পুরোদমে ডিম ছাড়ে মা মাছ- mother fish laid eggs in full force from midnight on last Wednesday to dawn on last Thursday
• তবে-but
• আশানুরূপ ডিম না পাওয়ায়-not getting expected eggs
• হতাশ আহরণকারীরা- collectors are disappointed
• আশানুরূপ ডিম না পাওয়ায় হতাশ আহরণকারীরা- collectors are disappointed as not getting expected eggs
• তবে আশানুরূপ ডিম না পাওয়ায় হতাশ আহরণকারীরা-but collectors are disappointed as not getting expected eggs
# চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্র হালদা রিভার রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির তথ্যমতে, এবার ডিম সংগ্রহ করা হয়েছে সাড়ে ৬ হাজার কেজি।
• সাড়ে ৬ হাজার কেজি-6,500 kg
• সংগ্রহ করা হয়েছে সাড়ে ৬ হাজার কেজি-6,500 kg have been collected
• ডিম সংগ্রহ করা হয়েছে সাড়ে ৬ হাজার কেজি-6,500 kg of eggs have been collected
• এবার ডিম সংগ্রহ করা হয়েছে সাড়ে ৬ হাজার কেজি-6,500 kg of eggs have been collected this year
• তথ্যমতে, এবার ডিম সংগ্রহ করা হয়েছে সাড়ে ৬ হাজার কেজি-according to the information, 6,500 kg of eggs have been collected this year
• ল্যাবরেটরির তথ্যমতে, এবার ডিম সংগ্রহ করা হয়েছে সাড়ে ৬ হাজার কেজি- according to the information of the laboratory, 6,500 kg of eggs have been collected this year
• রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির তথ্যমতে, এবার ডিম সংগ্রহ করা হয়েছে সাড়ে ৬ হাজার কেজি- according to the information of the research and laboratory, 6,500 kg of eggs have been collected this year
• রিভার রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির তথ্যমতে, এবার ডিম সংগ্রহ করা হয়েছে সাড়ে ৬ হাজার কেজি- according to the information of the river research and laboratory, 6,500 kg of eggs have been collected this year
• হালদা রিভার রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির তথ্যমতে, এবার ডিম সংগ্রহ করা হয়েছে সাড়ে ৬ হাজার কেজি- according to the information of the Halda river research and laboratory, 6,500 kg of eggs have been collected this year
• গবেষণাকেন্দ্র হালদা রিভার রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির তথ্যমতে, এবার ডিম সংগ্রহ করা হয়েছে সাড়ে ৬ হাজার কেজি- according to the information of the research center, Halda river research and laboratory, 6,500 kg of eggs have been collected this year
• বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্র হালদা রিভার রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির তথ্যমতে, এবার ডিম সংগ্রহ করা হয়েছে সাড়ে ৬ হাজার কেজি- according to the information of the university’s research center, Halda river research and laboratory, 6,500 kg of eggs have been collected this year
• চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্র হালদা রিভার রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির তথ্যমতে, এবার ডিম সংগ্রহ করা হয়েছে সাড়ে ৬ হাজার কেজি- according to the information of the Chittagong university’s research center, Halda river research and laboratory, 6,500 kg of eggs have been collected this year
# Your Turn (Break-Translate-Rearrange)
প্রাকৃতিক বিপর্যয়ে নদীতে স্বাভাবিকের চেয়ে ৭২ শতাংশ বেশি লবণাক্ততা (Salinity) এবং দীর্ঘদিন বজ্রসহ বৃষ্টি না হওয়াকে কারণ হিসেবে চিহ্নিত করেছেন নদী গবেষক ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।