টিপস & ট্রিকসশিক্ষা নোটস

প্রত্যয়ন পত্রের জন্য আবেদন লেখার নিয়ম

বাংলায় ও ইংরেজিতে চাকরির, মাদ্রাসার, কলেজের প্রত্যয়ন পত্রের জন্য আবেদন লেখার নিয়ম নিয়ে বিস্তারিত এই পোষ্টের মাধ্যমে জানব।

বর্তমানে সকল শ্রেণীর ও বিভাগের স্টুডেন্টদের জন্য সরকার বিভিন্ন অনুদান রেখেছে। এসব অনুদানের অর্থ সংগ্রহের জন্য ছাত্র-ছাত্রীদের প্রত্যয়ন পত্রের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের অনুদান সংগ্রহের জন্য প্রত্যয়ন পত্রের নমুনাগুলো আমি এই পোষ্টে সংযোজন করেছি যাতে করে তারা খুব সহজেই নিজেই প্রত্যয়ন পত্র লিখতে পারে।

Contents

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়ন পত্র চেয়ে আবেদন এর নমুনা নিম্নরুপঃ 

জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ

ওয়েবসাইটঃ www.nubd.info/honours

প্রত্যয়নপত্র

বিষয়ঃ ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় পরীক্ষার্থীদের ২য় বর্ষে প্রমোশন প্রদান প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সংশ্লিষ্ট কলেজ থেকে ……………… জন পরীক্ষার্থী পরীক্ষা রেগুলেশন অনুযায়ী সকল কোর্স সম্পন্ন করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম পূরণ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক তাদের শর্তসাপেক্ষে অনার্স ২য় বর্ষে প্রমোশন দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

 বিঃ দ্রঃ ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সকল পরীক্ষার্থীদের ২য় বর্ষে শর্তসাপেক্ষে 7১070010হ সংক্রান্ত অঙ্গীকারনামা অত্র কলেজে সংরক্ষিত আছে।

স্বাক্ষরঃ …………………………….

নামঃ…………………………….

অধ্যক্ষ………………………………কলেজ

কলেজ কোডঃ………………………………।


মাদ্রাসার প্রত্যয়ন পত্র লেখার নিয়ম – ইংরেজিতে প্রত্যয়ন পত্র লেখার নিয়ম – চাকরির প্রত্যয়ন পত্র লেখার নিয়ম

কলেজের প্রত্যয়ন পত্রের জন্য আবেদন লেখার নিয়ম নমুনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
ফেনী সরকারী কলেজ, ফেনী
স্থাপিতঃ ১৯২২ ইং
ক্রমিক নং- 079
(প্রত্যয়ন পত্র তারিখ : ২০১০ ১ঠা খ্রিঃ।

অধ্যক্ষ
ফেনী সরকারী কলেজ, ফেনী।
৩০/৮/১০

প্রত্যয়ন করা যাচ্ছে যে, আমি আকলিমা, পিতা দ, মাতা অব। আমি অত্র কলেজের একাদশ দ্বাদশ / ডিগ্রী (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ / অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ বি.এ / বি.এস.এস / বি.বি.এস / বি.বি.এ / বি.এস-সি / স্নাতকোত্তর ১ম / শেষ পর্ব (নিয়মিত) কোর্স এম,এ  /এম.এস.এস / এম.বি.এস / এম.বি.এ /এম.এস.সি বিভাগের একজন নিয়মিত ছাত্র/ছাত্রী।

সনঃ ২০১৮-১৯
বর্ষঃ উচ্চ মাধ্যমিক/ ডিগ্রী (পাস)/ অনার্স / স্নাতকোত্তর
পরীক্ষা রােল নং:
রেজিঃ নং: ১৩১১58098
শ্রেণি রােল নংঃ ১৫
শিক্ষাবর্ষঃ ২০১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button