হাদিসে জিবরিল Pdf Download – Hadith e jibreel in bangla pdf download
অনেক মুসলিম ভাই আছে বিভিন্ন কিতাব পড়তে পছন্দ করেন. হাদিসে জিবরিল বইটির কিছু অংশ- তবে অন্যরা এই মত পোষণ করেন যে, এখানে আগে থেকে পরিচিত এ ধারণা সম্বন্ধে বলা হচ্ছে না বরং ইখলাস সম্বন্ধে বলা হচ্ছে [অর্থাৎ হাদীস জিবরীলে ইহসান বলতে ইখলাসের কথা বোঝানো হচ্ছো। যাহোক, আমাদের কাছে প্রথম ব্যাখ্যাটাই অধিকতর স্পষ্ট বলে মনে হয়। এখান থেকে বোঝা যায় যে, ইসলামে তিনটি স্তর রয়েছে : ইসলাম, ঈমান ও ইহ্সান _ যেমনটা আমরা ঈমানের আলোচনায় আগেই উল্লেখ করেছি। ইহমানের মখারধ ধ্রারণা ইহ্সানের আভিধানিক অর্থ হচ্ছে ভালো কাজ করা, অন্যদের সাথে সুন্দর ব্যবহার করা ইত্যাদি । অন্যের ক্ষতি করার যে ধারণা – এটা তার সম্পূর্ণ বিপরীত একটা ধারণা ।
সেরকম অর্থে ব্যবহৃত হলে শব্দের শেষে একটা অব্যয় থাকবে তখন। তবে এই শব্দ দ্বারা কোন কিছু নিখুঁতভাবে বা সম্ভাব্য সবচেয়ে সুন্দরভাবে করাও বোঝায় /এই হাদীসে ইহ্সান কথাটা যে অর্থে ব্যবহৃত হয়েছে, এই ধারণাটাই বোধহয় সেটার সবচেয়ে নিকটবর্তী অর্থ প্রকাশ করে। তবে যে দুটো ধারণা আমরা উল্লেখ করলাম, সেগুলো একটার চেয়ে আসলে অপরটি পৃথক নয়। একজন ব্যক্তি অন্যদের প্রতি তখনি সর্বোত্তম আচরণ করবে, যদি সে আল্লাহ্কে সন্তুষ্ট করার লক্ষ্যে সেই আচরণ করে থাকে। সুতরাং তার সাথে আল্লাহ্র যে সম্পর্ক, সেই সম্পর্কের ব্যাপারে সে উৎকৃষ্টতা অর্জন করে- অথবা বলা যায় তার উপাসনার আনুষ্ঠানিকতাগুলো উৎকৃষ্ট হয় [যেমন সালাত সুন্দর ও [১6:0০ হয় ]। আবার একই সময়ে আল্লাহ্র সৃষ্টির সাথে তার সম্পর্কও উৎকৃষ্টতা লাভ করে, কেননা, তার জ্ঞানবশত সে সচেতন হয় যে, আল্লাহ্ তাকে সবসময় দেখছেন। সুতরাং ইহসান হচ্ছে এক অত্যন্ত সমন্িত অভিব্যক্তি । এর মাঝে অন্যের প্রতি সকল সদাচার অন্তর্ভূক্ত রয়েছে। এর অর্থ হচ্ছে কোন ব্যক্তি অন্যের প্রতি অনিষ্টের পরিবর্তে কেবল মঙ্গলই বর্ষণ করে।
BooK: Hadith e jibreel in bangla pdf download link- হাদিসে জিবরিল Pdf Download