বই রিভিউ ও ডাউনলোড

(link) সবার জন্য vocabulary Pdf free Download

বইয়ের নাম : সবার জন্য Vocabulary pdf free download
লেখক : মুনজেরিন শহিদ
প্রকাশনী : তাম্রলিপি
প্রকাশকাল : ২০২১
ক্যাটাগরি : ক্যারিয়ার এবং স্কিল ডেভেলপমেন্ট
🔴
আমরা প্রত্যেকেই ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার স্বপ্ন দেখি, ইংরেজি ভাষায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে চাই। আর কোনো ভাষাকে নিজেদের আয়ত্তে আনতে হলে সবার আগে প্রয়োজন সেই ভাষার প্রচুর শব্দ এবং তাদের যথাপোযুক্ত ব্যবহার সম্পর্কে জানা। ঠিক তেমনি ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠতে হলেও Vocabulary শেখার কোনো বিকল্প নেই। কিন্তু এই Vocabulary মুখস্ত করা নিয়েই হচ্ছে যত ঝামেলা! আজ শিখলাম তো কালই ভুলে গেলাম। কেমন হত যদি সারাদিন তোতাপাখির মত মুখস্ত না করেও Vocabulary শিখে ফেলা যেত? তাও আবার ভুলে যাওয়ার ঝামেলা ছাড়াই! কি? অবাক হচ্ছেন তো? শুনতে অবিশ্বাস্য লাগলেও বিষয়টি কিন্তু ততটা অবাস্তব নয়।
আমাদের Vocabulary শেখার বিষয়টিকে আরও সহজ এবং আনন্দদায়ক করে তুলতেই মুনজেরিন শহীদ আপু তার “সবার জন্য Vocabulary” বইটিতে ছবির মাধ্যমে আমাদের প্রয়োজনীয় শব্দগুলো সহজেই শেখা, মনে রাখা এবং ব্যবহারের দূর্দান্ত সব ফর্মুলা প্রয়োগ করেছেন।
🔴বইটি কাদের জন্য ——-
▪️ইংরেজি ভাষার ওপর দক্ষতা আনতে চান যারা
▪️হাজার চেষ্টায়ও Vocabulary মনে থাকে না যাদের।
▪️Vocabulary মুখস্ত করতে করতে ত্যক্ত – বিরক্ত হয়ে হাল ছেড়ে দিতে
বসেছেন যারা।
▪️Vocabulary শেখার বিষয়টি যাদের কাছে একঘেয়ে ও বিরক্তিকর একটি
ব্যাপার।
▪️আনন্দের সাথে শর্টকাট টেকনিকে Vocabulary আয়ত্তে আনতে চান যারা।
🔴বইটিতে যা যা থাকছে ——
▪️মুখস্ত করার ঝামেলা ছাড়াই Vocabulary শেখার ও মনে রাখার দূর্দান্ত সব টেকনিক
▪️ছবির মাধ্যমে নতুন নতুন শব্দের অর্থ এবং ব্যবহার শেখার ও মনে রাখার কৌশল
▪️বিভিন্ন বাস্তব পরিস্থিতিতে কখন কোন Vocabulary ব্যবহার করতে হয় তা জানার সুযোগ
▪️কোনো শব্দের বাংলা অর্থের মাধ্যমে Vocabulary মনে রাখার অনবদ্য সব শর্টকার্ট পদ্ধতি।
▪️দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত প্রায় ১৮০০ টি নতুন শব্দ ও তাদের ব্যবহার।
▪️Vocabulary শেখার বিষয়টিকে আরও সহজ এবং প্রাণবন্ত

করে তোলার অসাধারণ সব ট্রিকস এন্ড টিপস।

🔴 শব্দের ডিফিকাল্টি লেভেল অনুসারে বইটিকে Easy, Medium এবং Hard — এই তিনভাগে ভাগ করা হয়েছে। বইটিতে মোট ৮৬ টি চ্যাপ্টার আছে এবং কাজের স্থান, কাল, পরিবেশ অনুসারে শব্দ ব্যবহার করা হয়েছে। ফলে সম্পূর্ণ বিষয়টি আরো সহজবোধ্য হয়ে উঠেছে। এছাড়াও বইটিতে সহজে Vocabulary শিখার কিছু কৌশল দেওয়া আছে। যেমন:
▪️কোনো নতুন শব্দ শেখার সময় তার অর্থ, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ সহ শিখা ও লিখে রাখা।
▪️শব্দটি দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করা এবং তা দিয়ে বাক্য তৈরি করা।
▪️নিজে শিখে তা অন্যকে শেখানো।
সহজে Vocabulary শেখার এরকম আরো অসংখ্য হ্যাকস এবং শর্টকাট টেকনিকে ঠাসা বইয়ের প্রতিটি পাতা। যারা প্রাথমিকভাবে Vocabulary শিখতে চাচ্ছেন তাদের জন্য বইটি বিশেষ কার্যকরী। আমি নিজেও বইটি পড়ে ভীষণ ভাবে উপকৃত হয়েছি। Vocabulary মনে রাখা নিয়ে আমার সকল সমস্যা এবং ভীতি অনেকাংশেই কেটে গিয়েছে। তাই আপনারা যারা আমার মত Vocabulary শিখতে বা মনে রাখতে গিয়ে হিমশিম খাচ্ছেন, কিন্তু বইটি এখানো পড়েননি তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল বইটি একবার পড়ে দেখার। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button