Currently set to Index
Currently set to Follow
ভাব সম্প্রসারণ PDF Download

ভাব সম্প্রসারণ: দুর্জন বিদ্বান হলেও তার সঙ্গা পরিত্যাজ্য; যেমন সর্পের মাথায় মণি থাকলেও কেউ তার সঙ্গা কামনা করে না

ভাব সম্প্রসারণ এর নামঃ

দুর্জন বিদ্বান হলেও তার সঙ্গা পরিত্যাজ্য;
যেমন সর্পের মাথায় মণি থাকলেও কেউ তার সঙ্গা কামনা করে না।

মূলভাব: বিদ্বান ব্যক্তি সর্বত্র সম্মানিত। কিন্তু দুর্জন অর্থাৎ খারাপ প্রকৃতির লােক বিদ্বান হলেও সে সমাজের দুশমন। সকলেই তাকে ঘৃণা করে।

সম্প্রসারিত ভাব: বিদ্যার মত মূল্যবান সম্পদ মানুষের আর নেই। বিদ্বান ব্যক্তিকে সকলেই সম্মান করে। বিদ্বানের সংস্পর্শে এলে জ্ঞানের আলােয় মন আলােকিত হয়; এতে চরিত্র গঠনের সুযােগ ঘটে। কিন্তু বিদ্বান ব্যক্তি যদি দুর্জন অর্থাৎ খারাপ প্রকৃতির হয়, তবে তার বিদ্যার কোন মূল্য থাকে না। এরূপ ব্যক্তির সান্নিধ্য কেউ কামনা করে না। সকলেই তাকে ঘৃণা করে। দুর্জন ব্যক্তি সাপের সাথে তুলনীয়। তার অর্জিত বিদ্যার তুলনা করা চলে সাপের মাথার মণির সাথে। মানুষ সাপকে ভয় করে। কাছে গেলেই জীবননাশ সুনিশ্চিত। প্রাণনাশের ভয়ে কেউ সাপের মাথার মূল্যবান মণি আনতে সাহস পায় না। বিদ্বান ব্যক্তি যদি খারাপ প্রকৃতির হয় তবে সেও সাপের মত ভয়াবহ। তার কাছ থেকে বিদ্যা লাভ করে জীবনের কোন কল্যাণ সাধন হয় না; বরং তার কাছ থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি।

মন্তব্য: সমাজে দূর্জনের স্থান নেই। সে বিদ্বান হলেও সর্বত্র ঘৃণীত ও পরিত্যাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button