সিমের মালিকানা পরিবর্তন করার পদ্ধতি জেনে নিন
নানা সমস্যার কারণে অথবা নানা প্রয়োজনে আমাদের বিভিন্ন সময়ে সিমের মালিকানা পরিবর্তন করার প্রয়োজন পড়ে।
আজকের এই পোস্টে আমরা রবি এয়ারটেল বাংলালিংক ও গ্রামীণ ফোনের সিমের মালিকানা পরিবর্তন করার পদ্ধতি বিস্তারিত জানব।
অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, অনলাইনে কি সিম এর মালিকানা পরিবর্তন করার সুন্দর সুযোগ আছে?
উত্তর হচ্ছে: না, তা সম্ভব নয়। অনলাইন কিংবা মোবাইল ফোনে কোন কোডের মাধ্যমে সিমের মালিকানা পরিবর্তন করার কোনো সুযোগ নেই।
এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ সিম কোম্পানির অফিসে যেয়ে সিমের মালিকানা পরিবর্তন করে নিতে হবে।
যেসব কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে তা আমি ধাপে ধাপে বলছি।
- ১) সিমটা যদি আপনার মায়ের অথবা বাপের হয়ে থাকে তাহলে তাদের নাম পরিবর্তন করে আপনার নামে সিম রেজিস্ট্রেশন করতে চাইলে আপনার মা কিংবা বাবাকে সিম কোম্পানির অফিসে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে উনার ভোটার আইডি কার্ড সঙ্গে করে অবশ্যই সিম কোম্পানির অফিসে নিয়ে যেতে হবে।
- ২) সিম কোম্পানির অফিসে অবশ্যই আপনাকে যেতে হবে কেননা যেহেতু আপনি আপনার নামে সিম রেজিস্ট্রেশন করতে চাইছেন।
- ৩) আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটি হচ্ছে, যে সিম নম্বরটি আপনার নামে রেজিস্টার করতে চাইছেন ঐ সিমটিও সাথে করে ওই সিম কোম্পানির অফিসে নিয়ে যেতে হবে।
এ পদ্ধতি অনুসরণ করে যে কেউ চাইলে তার নামে রেজিস্ট্রেশন করা সিম টি অন্য যে কারো নামে নতুন করে আবার যেসব করতে পারবে। এভাবে করেই সিমের মালিকানা পরিবর্তন করা হয়।
পূর্বে যখন বায়োমেট্রিক পদ্ধতি ছিল না তখন প্রত্যেকটা সিম কোম্পানি অনেকগুলো কাগজপত্র আমাদেরকে সিম রেজিস্ট্রেশন করার সময় দিয়ে থাকতো। বর্তমানে এত রকম কাগজপত্র কিছুই লাগে না। বলতে গেলে খুব সহজেই বর্তমানে সিমের মালিকানা পরিবর্তন করা যায়। শুধুমাত্র এক্ষেত্রে দেরি লাগে সেটি হচ্ছে পুরাতন মালিকানা এবং নতুন মালিকানা এর উপস্থিতি। তো বন্ধুরা এই পোস্টটি কেমন লাগেছে তা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন যদি আপনার ভালো লেগে থাকে ও আপনি যদি উপকৃত হয়ে থাকেন।