গ্রাফিক্স ডিজাইন শেখার উপায়
বন্ধুরা আজকে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তুলে ধরবো। তোমরা যারা নতুন অনলাইনে কাজ শিখতে আসছ এবং আয় করার জন্য একটি উপায় খুঁজছো তাদের জন্য নিয়ে এসেছি গ্রাফিক ডিজাইন শেখার উপায় নিয়ে একটি চমৎকার পোস্ট। এই পোষ্টের মাধ্যমে তুমি জানতে পারবে কিভাবে একজন সফল গ্রাফিক ডিজাইনার হওয়া যায়।
প্রথমত মনে রাখবে যে, একজন গ্রাফিক্স ডিজাইনকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। এইজন্য তোমার আঁকাআঁকি করার অভ্যাস থাকা লাগবে। অনেকে মনে করে যে তাকে এক্সপার্ট লেভেলের কেউ হতে হবে, আসলে ব্যাপারটা কিন্তু তেমন নয়। আঁকাআঁকির প্র্যাকটিস এর মাধ্যমে তুমি নিজে একসময় একজন ভালো আর্টিস্ট এ রূপান্তরিত হবে- এই কথা সর্বদা মনে রাখবে।
এছাড়াও, তোমাকে নিজের চেষ্টায় আগাতে হবে। একান্ত আগ্রহ ওখানে থাকলে কখনোই একজন সফল হতে পারবে না।
দ্বিতীয়তঃ কাজের মধ্যে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমাকে কালার সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন কোন কালারের সাথে কোন কালার ভালো মানায়, একটা কালার সাথে ম্যাচ করে। কিছু রয়েছে প্রাকৃতিক কালার, আবার কিছু রয়েছে warm কালার। ঠিক তেমনি RGB, CMYK, hue, saturation ইত্যাদি বিষয়গুলো তোমায় খুব ভালোভাবে জানতে হবে।
তৃতীয়তঃ তোমাকে কালার থিওরি ভালোভাবে জানতে হবে। এই জন্য তুমি অনলাইনে বিভিন্ন বইয়ের সহায়তা নিতে পারো। এছাড়াও ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে কালার থিওরি শিখতে পারো যা একজন ডিজাইনার এর জন্য সবচেয়ে ভালো হয়।
4 নাম্বার ধাপ, এখন তোমাকে কিছু এডভান্স লেভেলের টাইপোগ্রাফি শিখতে হবে। অর্থাৎ কোন একটা ব্যানার বা অন্য কোন কিছু ডিজাইন করার সময় ফন্টের সাইজ কেমন হবে কোন ব্যাকগ্রাউন্ডে কোন কালার ভালো মানাবে এই গুলো তোমাকে ভালভাবে বুঝতে হবে।
পাঁচ নাম্বার ধাপ, তোমার পার্সোনাল কম্পিউটারের কাজের জন্য তোমাকে একটি ভালো মানের সফটওয়্যার এর কাজ শিখতে হবে। এই জন্য তুমি ফটোশপ অথবা এডোবি ইলাস্ট্রেটর বাছাই করতে পারো তবে আমি সাজেস্ট করবো ইস্ট দিয়ে শিখতে কেননা এতে তুমি অনেক এডভান্স লেভেলের টুলস পেয়ে যাবে।
আর এইসব সফটওয়ারের কাজ শিখার জন্য তুমি অনলাইনে বিশেষ করে ইউটিউবে বিভিন্ন টিউটরিয়ালের সহায়তা নিতে পারো। এমন অনেক চ্যানেল আছে যেগুলোতে ভালো মানের ভিডিওটি ইউটিউবে পাওয়া যায়। সেগুলো দেখে তুমি গ্রাফিক ডিজাইন শিখতে পারো।
6 নাম্বার ধাপ, গ্রাফিক ডিজাইন একটি বড় সেক্টর। অনেক ধরনের কাজ রয়েছে এই বিশাল সেক্টরে। যেমন লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন ব্যানার ডিজাইন, ওয়েব ডিজাইন, মোবাইলের ডিজাইন টি-শার্ট ডিজাইন ইত্যাদি। তুমি একটা নির্দিষ্ট পাট করে তোমার কাজ শিখতে পারো যাতে তুমি ওই বিষয়ে খুব এক্সপার্ট হতে পার। এতে করে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে ভাল সার্ভিস দিতে পারবে।
৭ নাম্বার ধাপ, তুমি যখন মোটামুটি লেভেলের কাজ শিখে যাবে, তখন কোন একটি কোম্পানির আন্ডারে ইন্টার্নশিপ করতে পারো। এতে করে প্রজেক্ট করার মাধ্যমে তুমি খুব এক্সপার্ট হতে পারবে খুব সহজে। আর মনে রাখবে, তুমি যতই এক্সপোর্ট হও না কেন প্র্যাকটিসের পাশাপাশি তোমাকে নতুন নতুন কাজ শিখতে হবে। এই জন্য তুমি গ্রাফিক ডিজাইন শেখার বিভিন্ন ফোরাম ও চ্যানেলে নিয়মিত চোখ রাখতে পারো।
এক্সট্রা কথন, বর্তমানে গ্রাফিক ডিজাইনারদের চাহিদা কিন্তু আকাশচুম্বী। লোকাল বিজনেস, অনলাইন মার্কেটপ্লেস সব জায়গায় গ্রাফিক ডিজাইন এর কাজ পাওয়া যায়। একজন ডিজাইনার কোন সংকোচ ছাড়াই পূর্ণ মনোযোগ দিয়ে তার কাজ শিখে নিলে আয় কর অনেকগুলো উপায় বের করে নিতে পারবে অনায়াসে। একজন দক্ষ ও সৃজনশীল গ্রাফিক ডিজাইনার খুব সহজেই বড় বড় রিলেটেড কোম্পানিগুলোতে চাকরি পেয়ে যায়। স্কিল বাড়াও, তুমিও একদিন সফল হবেই।