টিপস & ট্রিকস
গর্ভপাত ট্যাবলেট এর নাম (দামসহ) + খাওয়ার নিয়ম – abortion tablet in bangladesh Price

গর্ভপাত ট্যাবলেট এর নাম নিয়ে বিস্তারিতঃ
The name of the abortion tablet in bangla – বাচ্চা নষ্ট করার জন্য পরিচিত mm-kit প্রতিবেশ ঔষধ এর মূল্য ৬০ টাকা করে। প্রতিটি বক্সে সর্বমোট পাঁচটি ট্যাবলেট থাকে যার মূল্য হচ্ছে 300 টাকা আপনার যদি বাচ্চা নষ্ট করা খুবই জরুরি হয় তাহলে পুরো ১ বক্স ঔষধ কিনে নেবেন।
মনে রাখবেন mm-kit খাওয়া মানে আপনার বাচ্চা নষ্ট হবেই নিশ্চিত নয় বাচ্চা নষ্ট হওয়ার নিশ্চিত করার জন্য আপনাকে নিশ্চিত করতে হবে আপনার গর্ভের বাচ্চা নষ্ট হয়েছে কিনা এম এম কিট খাওয়ার পর সাধারণত তরল বের হয়।