জীবনী Pdf - Biography

শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবনী

আজকে আমরা আমার প্রিয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক জীবনী নিয়ে জানব। (sher e bangla ak fazlul haque biography in bangla)

সূচনাঃ এদেশের কৃতি সন্তানদের মধ্যে শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন অন্যতম। শেরে বাংলা’ তার আসল নাম নয়, তার প্রকৃত নাম আবুল কাসেম মুহম্মদ ফজলুল হক। বাংলার মানুষ আদর করে ও পরম শ্রদ্ধার সাথে তাকে ডাকতাে ‘শেরে বাংলা’ বলে। শেরে বাংলার অর্থ বাংলার বাঘ। অবশ্য এ নাম দেওয়ার পেছনে অনেক কারণ আছে। ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ নেতাদের মধ্যে তিনি ছিলেন একজন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রাণপ্রিয় নেতা এবং মুসলিম জাগরণের অগ্রদূত। বাংলা তথা ভারতের আপামর জনসাধারণের দুঃখ-দুর্দশা মােচনের জন্যে অক্লান্তভাবে সংগ্রাম করেছিলেন তিনি। বাংলার মানুষের রাজনৈতিক অধিকার আদায়ের ও জাতীয় মুক্তির জন্যে ব্যাঘ্রের ন্যায় অমিত বিক্রমে লড়াই করেছিলেন বিদেশী শাসকদের বিরুদ্ধে। এ কারণেই বাংলার মানুষ তাকে আদরের সাথে ডাকত ‘শেরে বাংলা বলে।

জন্ম ও বংশ পরিচয়: ইংরেজি ১৮৭৩ সালের ২৬ অক্টোবর তিনি ঝালকাঠি জেলার সাতুরিয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী মুহম্মদ ওয়াজেদ আলী একং মাতার নাম বেগম সৈয়দুন্নেছা। পিতার নিবাস ছিল চাখার গ্রামে। তিনি ছিলেন খ্যাতনামা আইনজীবী।

শিক্ষাজীবন: ১৮৮৯ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি বরিশাল জেলা স্কুল থেকে কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর কৃতিত্বের জন্যে সরকার হতে তিনি মাসিক ১৫ টাকা হিসেবে বৃত্তি পেয়েছিলেন। এর পর তিনি ১৮৯১ সালে কলকাতার সুপ্রসিদ্ধ প্রেসিডেন্সী কলেজ থেকে ষষ্ঠ স্থান অধিকার করে এফ. এ. পরীক্ষায় উত্তীর্ণ হন। সেখান হতে রসায়নশাস্ত্র ও পদার্থবিদ্যায় তিনি অনার্সসহ বি. এ পাস করেন। পরে অঙ্কশাস্ত্রে এম. এ. পরীক্ষায় উত্তীর্ণ হন অঙ্কশাস্ত্রে তাঁর অগাধ ব্যুৎপত্তি ছিল। বাস্তবিক তাঁর মতাে প্রতিভার পুরুষ বাংলার মুসলিম তথা হিন্দু সমাজেও বিরল। ১৮৯৭ সালে আইনশাস্ত্রে উত্তীর্ণ হয়ে তিনি কর্মজীবনে প্রবেশ করেন।

কর্মজীবনঃ ১৯০৬ সালে তিনি আইন ব্যবসা ছেড়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি গ্রহণ করেন। কিছুকাল পরে সরকারের সাথে মতবিরােধ হওয়াতে তিনি ১৯১১ সালে চাকরি ছেড়ে আবার আইন ব্যবসা শুরু করেন। ১৯১২ সালে তিনি সক্রিয়ভাবে মুসলিম লীগে যােগদান করেন। তিনি ঢাকা বিভাগ থেকে বঙ্গীয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য নির্বাচিত হন এবং ১৯২০ সাল পর্যন্ত তিনি এই পরিষদের সদস্য ছিলেন। ১৯২৫ সালে তিনি অবিভক্ত বাংলার গভর্নরের মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন। ১৯২৭ সালে তিনি ‘কৃষক-প্রজা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। ১৯৩৪ সালে ফজলুল হক অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রীর পদ অলংকৃত করেন। ১৯৩৬ সালে তিনি কলকাতা কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হন। ১৯৪০ সালের ২৩ মার্চ তারিখে তিনি লাহাের সম্মেলনে ঐতিহাসিক লাহাের প্রস্তাব উত্থাপন করেন। ১৯৫৪ সালে তৎকালীন পাকিস্তানের নির্বাচনে তার যুক্তফ্রন্ট বিপুল ভােটাধিক্যে জয়লাভ করে এবং তিনি প্রধানমন্ত্রী হন। যুক্তফ্রন্ট সরকার ভেঙে গেলে তিনি ১৯৫৫ সালের ১১ আগস্ট পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যােগদান করেন। ১৯৫৬ সালে তার বয়স যখন ৮৩ বছর তখন তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন। ১৯৫৮ সাল পর্যন্ত অর্থাৎ দু’বছর তিনি এই পদে বহাল ছিলেন। ১৯৫৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অব ল’ এবং ১৯৫৯ সালে তিনি পাকিস্তানের প্রেসিডেন্টের কাছ থেকে ‘হেলাল-এ পাকিস্তান’ খেতাব পেয়েছিলেন।

অবদান: শেরে বাংলা এ. কে. ফজলুল হক এ দেশের অবহেলিত, নির্যাতিত মুসলমানদের জন্যে যা করে গেছেন তার তুলনা ইতিহাসে বিরল। বাঙালি মুসলমানদের শিক্ষা বিস্তারের জন্যে তিনি জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন। তার প্রচেষ্টাতেই কলকাতায় ইসলামিয়া কলেজ, লেডী ব্রাবাের্ণ কলেজ, বরিশালের চাখারে ফজলুল হক কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফজলুল হক হল, ইডেন কলেজ ছাড়াও এদেশের বিভিন্ন স্থানে বহু কলেজ স্থাপিত হয়। তিনি কৃষক-প্রজা আন্দোলন প্রবর্তন করেন এবং বঙ্গীয় প্রজাস্বত্ব আইন’ ও ‘ঋণ সালিশী বাের্ড গঠন করেন। এ আইন দেশের মহাজন ও জমিদারদের গ্রাস থেকে ঋণের দায়ে জর্জরিত দরিদ্র কৃষককুলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। প্রকৃতপক্ষে তিনি। ছিলেন দুঃস্থ ও গরিবের বন্ধু।

মৃত্যু: শেরে বাংলা ফজলুল হক আজ আর আমাদে মাঝে নেই। ১৯৬২ সালের ২৭ এপ্রিল এই ক্ষণজন্মা মহাপুরুষ দেশবাসীকে চিরতরে কাঁদিয়ে অন্তিম শয্যায় শায়িত হন। ঢাকায় হাইকোর্টের নিকট শেরে বাংলা চির নিদ্রায় শায়িত রয়েছেন।

উপসংহারঃ ফজলুল হকের মতাে জনপ্রিয় নেতা আর নেই বললেও অত্যুক্তি হয় না। শিশুর মতাে সরল ও বিদ্বেষহীন ছিল তার মন। তাঁর মৃত্যুতে বাঙালির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তিনি বাংলার সকল শ্রেণীর মানুষের নিকট সমভাবে সম্মানিত হতেন। আমাদের নিকট তিনি যে আদর্শ রেখে গেছেন, সে আদর্শ অনুসরণ করে আমরাও তার মতাে হতে চেষ্টা করব।

বাংলা এ কে ফজলুল হক জীবনী
বাংলা এ কে ফজলুল হক জীবনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button