বই রিভিউ ও ডাউনলোড

জোনাকিদের বাড়ি স্মরণজিৎ চক্রবর্তী PDF Download

বইয়ের নাম; জোনাকিদের বাড়ি স্মরণজিৎ চক্রবর্তী PDF Download –

Book উনিশ কুড়ির প্রেম
Author
Publisher
File format PDF download
Edition 6th Printed, 2016
Number of Pages 248
Country ভারত
Language বাংলা

আর ডুবিয়ে দিচ্ছে পেখমকে। ডুবিয়ে দিচ্ছে সোনাঝুরি নামে এই ছোট্ট মফস্সলটিকে।  পেখম সামনের দিকে তাকাল। জ্যোৎল্ার হলুদ লেগে রয়েছে কাজুর মুখে। কাজুর চোখ দুটো বন্ধ। এতক্ষণ নরম গলায় কবিতাটা বলে এখন চুপ করে আছে। যেন হাওয়ায় তুলোর বীজ উড়িয়ে দিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে গাছ! যেন দূরে, আরও দূরে সেইসব বীজ উড়িয়ে, ছড়িয়ে দিতে চাইছে। এই জ্যোৎস্সার নীচে ভাসিয়ে দিতে চাইছে অক্ষর!  পেখম কিছু বলল না। তাকিয়েই রইল। এই বাসন্তী লুকোচুরি আলোয় ও তাকিয়ে দেখল কাজুকে। একমাথা কোঁকড়া চুল। নরম ঘাসের মতো দাড়ি-গোঁক। টানা ভুরুর তলায় বড়-বড় চোখ। বন্ধ।

পেখমের বুকের ভিতরটা কেমন যেন করে। মনে হয় পৃথিবীর আর সব কিছু ভুল। আর সব কিছু বাড়তি! শুধু কাজু সঙ্গে থাকলেই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে ও।  পেখম তাকিয়ে রইল চোখ বন্ধ করে বসা কাজুর দিকে। আজ ইলেকট্রিক চলে গিয়েছে। ওদের এই ছোট্ট একতলা পাড়াটা-টকমন যেন নিঝুম! কাজু পড়াতে এসেছিল ওকে। কিন্তু ঘরে আলো না থাকায় ওর/্উঠে এসেছে ছাদে।  পেখম জানে, মা থাকলে ওকে এমন্ররৈ কাজুর সঙ্গে ছাদে আসতে দিত না। কিন্তু মা আজ নেই। শুক্রবার বলে পাঠ শুনতে গিয়েছে। কাছেই শানিপাড়ায় গীতাপাঠ হয় শুক্রবার করে। পদ্য লাইফ’-এর কাকিমার সঙ্গে মা যায় সেই পাঠ শুনতে।  পদ্য লাইফ” এই সোনাঝুরির সবচেয়ে বড় ওষুধের দোকান। খুব চলে। সারাক্ষণ লোকজন ভরতি থাকে। কাকিমার আসল নাম মিতু।  মিতুকাকিমাদের বাড়িটা পেখমদের বাড়ি থেকে সামান্য দূরে। হেঁটে গেলে প মিনিট মতো লাগে। খুব বড় বাড়ি কাকিমাদের। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ঢালাই লোহা নকশা করা দরজা। মাথার উপর কাগজফুলের কেয়ারি করা।  পেখমের কী ভাল লাগে!মনে হয়, এমন একটা বাড়ি যদি ওদের থাকত!  কিন্তু ওদের এমন বাড়ি হবে কোথা থেকে? ওদের বাড়িটা তো ছোট্ট। একতলা। মাথায় ছাদ থাকলেও গায়ে প্লাস্টার নেই। ঠাকুরদা ভাড়া নিয়েছিল পনেরো বছর আগে। সেই পঞ্চাশ সালে, যখন ওরা সকলে পূর্ব পাকিস্তান ছেড়ে এসেছিল, তখনই ভাড়া নেওয়া হয়েছিল এই বাড়িটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button