ভাব সম্প্রসারণ: “পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন”
অন্যের ক্ষতি চাইলে নিজের পতন নিশ্চিত. ভাব সম্প্রসারণ এর নামঃ পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
মূলভাব: আপনার উপকার হবে ভেবে যেজন অপরের অপকারে আত্মনিয়ােগ করে, পরিণামে সে নিজেই কষ্ট লােগ
করে।
সম্প্রসারিত ভাৰঃ বিশাল এ বিশ্বে বিচিত্র মানুষের কর্মক্ষেত্রের স্বরূপ আলাদা হলেও সকলেরই উদ্দেশ্য মূলত এক; আর তা হল শান্তি পাওয়া। কিন্তু অনেকেই শান্তির শ্বেতকপােতের সন্দর্শনেও বঞ্চিত হয়। এ অনেকের মধ্যে অন্যতম হল- যে অন্যের অনিষ্ট করে নিজের সুখের ঠিকানা গড়তে চায়। শান্তির স্বর্ণালী সিঁড়িতে আরােহণের স্বপ্নে বিভাের হয়ে এরা অন্যের ক্ষতি করতেও পিছপা হয় না। কিন্তু পরিণামে এরা নিজেরাই ক্ষতির মধ্যে পতিত হয়। তাদের অনিষ্ট আচরণে শুধু সে ই নয়, সাথে ব্যক্তি এবং সমাজও ক্ষতিগ্রস্ত হয়।
রবি ঠাকুরের ভাষায় –
যারে তুমি নিচে ফেল, সে তােমারে বাধিছে যে নিচে,
পশ্চাতে রেখেছ যারে সে তােমারে পশ্চাতে টানিছে।
মন্তব্য: To every action there is an equal and opposite reaction – প্রত্যেক ক্রিয়ারই একটি সমান। বা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ অন্যের যেটুকু ক্ষতি করা হয় তার সমপরিমাণ ক্ষতি নিজেরও হয়ে যায়। তাই অন্যের ক্ষতি করার চিন্তার পরিবর্তে পরােপকারে আত্মনিয়ােগ করাই উত্তম।