ভাব সম্প্রসারণ PDF Download

ভাব সম্প্রসারণ: স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে? পশু সেই জন

ভাব সম্প্রসারণ এর নামঃ (Sodesher Upokare Nei Jar Mon )
স্বদেশের উপকারে নাই যার মন,
কে বলে মানুষ তারে? পশু সেই জন।

মূলভাব : স্বদেশপ্রেম মানুষের একটি উন্নত আদর্শ। যার মধ্যে স্বদেশ প্রীতি নেই সে মানুষ হয়েও পশুর চেয়ে নিকৃষ্ট।

সম্প্রসারিত ভাবঃ  স্বদেশপ্রেম মানব জীবনের মহান বৈশিষ্ট্য। স্বদেশপ্রেমের এ বৈশিষ্ট্য যার মধ্যে অনুপস্থিত, তাকে প্রকৃত মানুষ হিসেবে গণ্য করা যায় না। দেশপ্রেমের মাধ্যমে মানুষের যথার্থ পরিচয় মিলে। জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। হাদিসে আছে, ‘জন্মভূমিকে ভালবাসা ঈমানের অঙ্গ। যারা দেশকে ভালবাসেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়ােজিত রাখেন প্রকৃত প্রস্তাবে তারাই মানুষ নামের যােগ্য। জগতের মহামানবগণের প্রত্যেকেই স্বদেশভক্ত ও দেশের উপকারে নিবেদিত প্রাণ। বীর পুরুষেরা দেশের জন্য প্রাণ দিতেও কুণ্ঠাবােধ করেন না। তাঁরা দেশের জন্য অকাতরে নিজের জীবনকে উৎসর্গ করে থাকেন। যারা এমন নয়, তারা মানুষ নামের অযােগ্য। নিজ মাতৃভূমিকে যে ভালবাসে না, স্বদেশের জন্য যার কোন অবদান নেই, মানুষ নামের জীব হয়েও সে বিবেক-বুদ্ধিহীন পশুর তুল্য।

মন্তব্যঃ দেশমাতৃকার কল্যাণে যিনি আত্মােৎসর্গ করেন, তিনিই প্রকৃত মানুষ। পক্ষান্তরে, দেশের ভালবাসায় যার মন নেই সে পশুতুল্য।

সম্প্রসারণ স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button