বই রিভিউ ও ডাউনলোড
আসমান লতিফুল ইসলাম শিবলী বই রিভিউ
“এই সসীম মহাবিশ্বের ভিতরে একটা অসীম বস্তু আছে,বলো ত সেটা কী?”
“সেই সসীম বস্তুর নাম হৃদয়।এই জন্যে বলা হয় অন্তরের চাহিদা অসীম।এই অসীম অন্তর বা হৃদয় সৃষ্টি করা হয়েছে এক অসীম সত্তার জন্যে,সেই অসীম সত্তার নাম_____আল্লাহ”
আসমান!
বইয়ের সারসংক্ষেপ:ওমর নামে একটা ভার্সিটি পড়ুয়া ছেলে,তার জীবনে অনেক বেশি ভেঙে পরে তার প্রেমের বিচ্ছেদের পর।সে ড্রাগসের নেশায় পরে যায়।সেখান থেকে
সে উঠে আসে এক মসজিদের ইমামের হাত ধরে। সেই ড্রাগস অ্যাডিক্টেড ছেলে থেকে পাকিস্তানের তাবলীগ সেখান থেকে,আফগানিস্তানের তালেবান যোদ্ধা হয়ে ওঠার এক অসাধারণ গল্প এই বইয়ে তুলে ধরা হয়েছে।
বই সম্পর্কে আমার মতামত: এই বই নিয়ে কী লিখবো? পুরো বইটার ব্যাখ্যা যদি আমি তুলে ধরি তাহলে নতুন আরেকটা বই লেখা যাবে। এই বইয়ের প্রতিটা লাইন আলাদাভাবে গুরুত্বপূর্ণ।ধর্ম,দর্শন,রাজনীতি,ইতিহাস,মানবপ্রেম সব কিছু নিয়ে একটা মাস্টারপিস আমার মতে। এছাড়া অনেক কিছু বুঝতে শিখিয়েছে বইটি। তালেবানদের মূল ধারণা,আফগানিস্তানের ইতিহাস সেই দেশের সাথে বিশ্ব রাজনীতির সম্পর্ক অলভার এই বইয়ের সম্পর্কে লিখে শেষ করা যাবে না…………………কিন্তু মূল যে জিনিসটা আমি বলতে চাই,
শুধুমাত্র মানুষ হত্যা করা কোনোকালেই জেহাদ ছিলোনা,অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানোই জেহাদ।
উগ্রবাদীদের দায় আমরা নিবো কেনো??
শুধু কী মুসলিমরাই অন্যায়ের বিরোধিতা করে বলে!
আর আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই এই বইয়ের লেখক কে কারণ তিনি অনেক ভালো চিন্তার অধিকারী সেটা তিনি প্রমাণ করলেন। এবং উনি অনেক কম দামে এই বইটি পাঠকের কাছে পৌছানোর যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই অসাধারণ।
এই বইটিতে আমি কোন রেটিং দেবো না কারণ এই বইটির কোন ধরনের পয়েন্টের সাথে মূল্যায়ন হয় না।ব্যাক্তিগত ভাবে আমার মনে হয় এই ধরনের বইগুলো সবার পড়া উচিত