বিষয় বজ্রযান অভীক সরকার Pdf Download
bishoy bojrojan Pdf download by Avik Sarkar – বিষয় বজ্রযান অভীক সরকার Pdf Download and রিভিউঃ
আবারো নতুন ১টি সুখবর নিয়ে এসেছি, দুই মলাটে এবারের বই বিষয় বজ্রযান বইটি সম্ভব্য প্রকাশ পাচ্ছেবইমেলা ২০২১ সালে।
আমাদের পেজের একাধিক পাঠক পাঠিকা আমাকে অনেকবার বলেছেন বিষয় বজ্রযান-এর পর্বগুলো দুই মলাটের মধে হলে বেশ হয়। আমারও সেই ইচ্ছে ছিল অনেক দিনের। তবে ইচ্ছেটা যে এত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে সেটা ভাবতে পারিনি।
বিশিষ্ট লেখক শ্রী অভীক সরকার মহাশয়ের বইচই পাবলিকেশন থেকে খুব শিগগিরি বই হসেবে আসছে বিষয় বজ্রযান। আর সাথে আরও একটা খুশির খবর হল বইটার সম্পাদনা করবেন ‘ভোগ’ গল্পের লেখক স্বয়ং। হ্যাঁ, Avik Sarkar-দা নিজে হাতে সম্পাদনা করবেন বইটার।
আর যেহেতু বই হিসেবে আসছে তাই পেজ থেকে বিষয় বজ্রযান-এর লেখাগুলো সরিয়ে দিলাম। আর খুব তাড়াতাড়িই আসছে এই বই সম্পর্কে পরের আপডেট নিয়ে।
পেজের সকল পাঠক-পাঠিকাকে আমি ধন্যবাদ দিতে চাই পেজে সাথে থাকার জন্য।
ভালো থাকুন, সুস্থ থাকুন আর… ‘অ-এ অলৌকিক’-এর সঙ্গে থাকুন।
অভীক সরকার এর বিষয় বজ্রযান Pdf বইয়ের অপেক্ষায় থাকুন।