বই রিভিউ ও ডাউনলোড
যে আফসোস রয়ে যাবে বই রিভিউ
✭একনজরে বইয়ের তথ্য✭
▪︎ বইয়ের নাম : যে আফসোস রয়েই যাবে
▪︎ লেখকের নাম : আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ
▪︎ প্রকাশনা প্রতিষ্ঠানের নাম : সমর্পণ প্রকাশন
▪︎ প্রকাশকাল : মার্চ, ২০২১
▪︎ পৃষ্ঠা সংখ্যা : ১৯২
▪︎ মুদ্রিত মূল্য : ২৮৮ টাকা
দুনিয়াবি জীবনে চলার পথে আমাদের বিভিন্ন আফসোস থেকে যায়। এমন অনেক হয়েছে, যখন পছন্দের জিনিস হাতছাড়া হয়ে গেছে কিংবা কাঙ্ক্ষিত ফলের বদলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখামুখি হতে হয়েছে। তবে ইহজগতিক এসব বিষয়ে আমাদের কাছে একটা রাস্তা খোলা থাকে, তা হলো ধৈর্য। যার মাধ্যমে আমরা আফসোস না করে বরং এর বদলে উত্তম কিছুর আশা করতে পারি।
আল্লাহ পাক বলেছেন-
الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ
وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
“তারাই ধৈর্যশীল যারা বিপদের সময় বলে আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তারই দিকে ফিরে যাব।” (২:১৫৬)
যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে এবং বিপদে-আপদে আল্লাহ্র কাছে সাহায্য প্রার্থনা করে তাদের উদ্দেশ্য করে আল্লাহ্ তায়ালা বলেছেন, “…আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।“ (২:১৫৩)
অর্থাৎ দুনিয়ার জীবনে আমাদের সাময়িক আফসোস হলেও এর প্রভাব সুদূরপ্রসারী নয়। কেননা আল্লাহ্ তায়ালা বিভিন্নভাবে আমাদের পরীক্ষা করেন।
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
“নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা, জান ও মাল এবং ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। (হে পয়গম্বর!) আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।”(২:১৫৫)
এতো গেলো দুনিয়ার আফসোসের কথা, কিন্তু আখিরাতের আফসোস নিয়ে কি আমরা ওয়াকিবহাল? মৃত্যুর পরে মানুষের বিভিন্ন ধরণের আফসোস হতে থাকবে। যেমনঃ যদি আবার দুনিয়ার জীবনে ফিরে যেতে পারতাম! হাঁয় যদি মাটি হয়ে যেতাম! যদি আল্লাহ্ ও তাঁর রাসুলের অনুসারী হতাম! যদি শয়তানের পথে না চলতাম! আল্লাহ তায়ালা যেমন দুনিয়ার আফসোস সংক্রান্ত বিষয়ের সমাধান দিয়েছেন, যা ধৈর্যের মাধ্যমে সমাধান করতে হয়। ঠিক তেমনি ভাবে আখিরাতে মানুষ কি নিয়ে আফসোস করবে, কেনো আফসোস করবে, কিভাবে আফসোসের বদলে নিশ্চিন্ত থাকা যাবে, তাও কুরাআনুল কারিমে আল্লাহ তায়ালা বলে দিয়েছেন।
“যে আফসোস রয়েই যাবে” বইটিতে বাংলাদেশের জনপ্রিয় প্রাঞ্জলভাষী দাঈ, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, তাঁর সুদারুণ লেখনী দিয়ে এই আফসোসের কারন গুলোকেই ফুটিয়ে তুলেছেন। সাথে জুড়ে দিয়েছেন কুরআন থেকে বাতলানো পদ্ধতি, যা অবলম্বন করলে সহজেই পরকালের এই আফসোস গুলো থেকে বেঁচে থাকা সহজ হবে। ১৯২ পৃষ্ঠার বইটিতে মৃত্যুর পরের তেরোটি আফসোস নিয়ে আলোচনা করা হয়েছে পাশাপাশি তেরোটি উপায় বলে দেওয়া হয়েছে, যার মাধ্যমে এই আফসোস থেকে বেঁচে থাকা সম্ভব। বইটি পড়ে আমি যেমন উপকৃত হয়েছি, তেমনি বাকীরাও উপকৃত হবেন। ইনশাআল্লাহ্।