অনলাইন হতে ইনকাম করার ৫টি সেরা উপায় !!!
প্রযুক্তির উৎকর্ষ সাধন এতটাই বেশি হয়েছে যে এখন মানুষ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারে। অনলাইন হতে নানাভাবে ইনকাম করা যায়। যেমন-নিজের ব্লগে ও অন্যের ব্লগে লেখালেখি করে, ইউটিউবিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এছাড়াও ফ্রিল্যান্সিং করি খুব সহজে অনলাইন হতে ইনকাম করা যায়। উপরোক্ত সবই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং দ্বারাই আপনি ঘরে বসেই ইনকাম করতে পারতেছেন যা খুবই সহজ পদ্ধতি। দরকার শুধু একটা নির্দিষ্ট সেক্টরে স্কিল বাড়ানো। এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা সময় বের করা। উপরোক্ত সবই হচ্ছে মুক্ত পেশা।
Contents
অন্যান্য পেশাটি ছাড়িয়ে অনলাইন ইনকাম কেন এত জনপ্রিয় হয়ে উঠেছে তা ব্যাখ্যা করছি:
গ্রাজুয়েশন শেষ করার আগে একজন স্টুডেন্ট এর পক্ষে চাকরি পাওয়া দুঃসাধ্য হয়ে পড়ে। এক্ষেত্রে অনলাইন হতে ইনকাম করা টাই তার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হয়ে উঠে। একজন স্টুডেন্ট কখন অনলাইন হতে ইনকাম করা শিখে যায় তখন তার ফ্যামিলি হতে তাকে আর টাকা দেওয়া লাগে না। অর্থাৎ খুব সহজে ইন্টারনেট কে কাজে লাগিয়ে সে নিজে স্বাবলম্বী হতে পারতেছে। নিজের হাত খরচ নিয়ে চালাতে পারতেছি এবং প্রয়োজনীয় ও শখের কেনাকাটা করার মাধ্যমে নিজের পথ নিজেই বেছে নিতে পারতেছে। তাই বলা চলে একজনের শরীরের পক্ষে অনলাইন ইনকাম করা টাই অন্যান্য জব সেক্টর থেকে একটা সেরা উপায় হিসেবে বিবেচিত হয়।
তাই স্টুডেন্টদের বলব, চ্যাটিং চ্যাটিং বাদ দিয়ে আজই স্কিল ডেভেলপমেন্ট এ নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে অনলাইন হতে ইনকাম করাটা শিখে ফেলুন।
অনেকে মনে করেন যে অনলাইনে ইনকাম করার জন্য কম্পিউটার অত্যাবশ্যক। আসলে কিন্তু তা নয়। হাতের কাছে একটা স্মার্ট ফোন থাকলে অনলাইনে কাজ করি ইনকাম করার জন্য ওই স্মার্ট ফোন টাই যথেষ্ট। ব্লগিং, ভয়েস ওভার আর্টিস্ট সহ নানা রকম কাজ খুব সহজে স্মার্টফোনের মাধ্যমে করা সম্ভব।
অনলাইনে যে কোন প্ল্যাটফর্ম হতেই ইনকাম করার জন্য আমি যে পথ বেছে নিতে বলবো তা হচ্ছে: যে কাজটি আপনি পছন্দ করেন ওই কাজটি আরও ভালো করে আয়ত্ত করুন। তাহলে আর কোন কিছু আপনাr বাধা হয়ে দাঁড়াতে পারবেনা। অ্যান্ড্রয়েড স্মার্টফোন হোক আর পার্সোনাল কম্পিউটার হোক যে কোন মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইন হতে ইনকাম করতে পারবেন।
অনলাইন হতে টাকা উত্তোলনের উপায়:
অনলাইনে ঘরে বসে আপনি পৃথিবীর যেকোন প্রান্তের যে কোন দেশের কাজ করে দিতে পারেন। আপনার আয় করা টাকা উত্তোলনের জন্য আপনি ব্যাংক মাধ্যমের সহায়তা নিতে পারেন। এছাড়াও পেওনিয়ার, পেপাল, ট্রানস্ফেরোয়াইজ ইত্যাদি এর মাধ্যমে আপনার পেমেন্ট গ্রহন করতে পারেন।
আর কিছু কিছু ক্ষেত্রে আপনি মোবাইল ব্যাংকিং এর সহায়তা নিতে পারেন। যেমন বিকাশ রকেট এর মধ্যে রকেট ডাচ বাংলা এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার সুবিধা দিয়ে যাচ্ছে।
1. ব্লগিং করে অনলাইন হতে আয়
ব্লগ হতে আয় করার অনেকগুলা মাধ্যম রয়েছে। যেমন আপনি ব্লগ তৈরি করে দেওয়ার সার্ভিস দিতে পারেন। এছাড়াও নিজের ব্লগে এফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন। ব্লগ পোস্টে ক্যাটাগরি অনুসারে বিভিন্ন স্পন্সর পোস্ট করে আয় করা সম্ভব। নিজের ওয়েবসাইটে অনলাইন কোর্স করিয়ে অনলাইন হতে ইনকাম করতে পারেন যদি আপনার স্কিল থাকে। এছাড়াও নিজের ওয়েবসাইটে বিভিন্ন পণ্য বেচাকেনা করার মধ্যমে খুব সহজে আয় করতে পারেন। ব্লগিং সাইটে ইনকাম করার আরেকটি সেরা উপায় হচ্ছে বিভিন্ন এড নেটওয়ার্ক এর সাথে যুক্ত হয় ওয়েব সাইটে এড বসানো। এরমধ্যে গুগল এডসেন্স সবচেয়ে জনপ্রিয়। ছাড়াও adstera, mediavine, ezoic এসব এড নেটওয়ার্ক ইউজ করতে পারেন।
2. ইউটিউবিং করে অনলাইন হতে আয়
অনলাইন হতে ইনকাম করার একটি সহজ উপায় হচ্ছে ইউটিউবিং। কিছু সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া পুরন করে আপনি খুব সহজেই ইউটিউব হতে ইনকাম করতে পারেন। এই জন্য আপনাকে একটা চ্যানেল খুলতে হবে। এরপর আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। এরপর থেকে আপনি আপনার চ্যানেলে অ্যাড বসানোর জন্য আবেদন করতে পারেন এবং অ্যাড বসাতে পারেন। আর এভাবে অ্যাড বসানোর মাধ্যমে অ্যাড হতে খুব সহজে ইউটিউবিং করার মাধ্যমে ইনকাম করতে পারেন।
3. সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে অনলাইন হতে আয়
বর্তমানে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এসব শুধু মাত্র তথ্য আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং এসব সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় মার্কেটিং হয়ে যাচ্ছে। তাই একজন ডিজিটাল মার্কেটিং খুব সহজেই এইসব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ শিখে ইনকাম করতে পারে। যেমন:
ফেসবুক হতে ইনকাম: ফেসবুকে একটি পেজ খুলে ওই পেজে পেইড প্রমোশন করার মাধ্যমে খুব সহজেই বিজ্ঞাপন দেওয়া যায়। এভাবে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বুষ্টিং করে বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে খুব সহজে পণ্য বিক্রি করার মাধ্যমে ছোটখাটো ব্যবসা দাঁড় করানো সম্ভব।
4. অনলাইন মার্কেটপ্লেসের সার্ভিস প্রদানের মাধ্যমে অনলাইনে আয় করা:
এসইও, গ্রাফিক ডিজাইন কিংবা অন্য যেকোন কাজে যদি আপনার যথেষ্ট পরিমানে স্কিল থাকে তবে আপনি অনলাইন মার্কেটপ্লেসে সার্ভিস প্রদানের মাধ্যমে খুব সহজে ইনকাম করতে পারেন। যেমন আপওয়ার্ক, freelancer.com ইত্যাদি অনলাইন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করে ও সেখানে সার্ভিস প্রদানের মাধ্যমে ইনকাম করতে পারেন।
৫. অনলাইন হতে ইনকাম করার অন্যান্য উপায় গুলো:
আপনি যদি একজন ফটোগ্রাফার হন তবে আপনার ছবিগুলো শাটেরস্টক, আইস্টকফটো আরো বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করে অনলাইন অতিক্রম করতে পারেন।
একজন অ্যান্ড্রয়েড ডেভলপারের জন্য অনলাইন ইনকাম খুব সহজ একটা উপায়। অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে খুব সহজে ভালো মানের টাকা ইনকাম করা সম্ভব। আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে দিয়ে ইনকাম করতে পারেন। এছাড়াও নিজের তৈরি করা অ্যাপস গুগল প্লে স্টোর এ আপলোড করে সেখানে অ্যাড বসিয়ে ইনকাম করতে পারেন। এইজন্য আপনি গুগল এডমোব এর সহায়তা নিতে পারেন।
এছাড়াও অনলাইনে বিভিন্ন সার্ভে করে ও বিজ্ঞাপন দেখে দেখে আয় করা সম্ভব। এই দুইটি ইনকাম পদ্ধতি নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোন আগ্রহ নেই শুধুমাত্র কোন স্কিলের ব্যাপারটা এখানে না থাকায়।
আপনার যদি টাইপিং স্পিড অনেক ভাল হয় তাহলে আপনি ডাটা এন্ট্রির কাজ করে অন্যের সাথে খুব সহজে ইনকাম করতে পারেন।
অনলাইন হতে ইনকামের আরো একটি সহজ উপায় হচ্ছে পিটিসি অর্থাৎ পে পার ক্লিক।