ভাব সম্প্রসারণ: স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভাল
ভাব সম্প্রসারণ এর নামঃ স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভাল।
মূলভাব: যে ব্যক্তি সত্য প্রকাশ করতে সাহস পায় না সে বন্ধু হলেও প্রকৃত বন্ধু নয়। পক্ষান্তরে, যে ব্যক্তি সত্য কথা বলতে দ্বিধাবােধ করে না, অন্যায়ের বিরুদ্ধে সােচ্চার ও প্রতিবাদী, সে বন্ধ না হলেও নির্বাক বন্ধু অপেক্ষা অনেক ভাল।
সম্প্রসারিত ভাব: মিত্রতা দু’টি দেহের মধ্যে অভিন্ন এক হৃদয় সৃষ্টি করে। দৃষ্টিভংগীর সমতার মাধ্যমে মিত্রতা গড়ে উঠে। একজন সৎ বধু প্রত্যেকের জীবনে অপরিহার্য। কিন্তু কোন ব্যক্তি যদি তার বন্ধুর অনিষ্ট চিন্তা করে এবং বিপদে নির্বাক দর্শকের ভূমিকা পালন করে, তাহলে এমন মিত্র থাকা না থাকা সমার্থক। মানুষের জীবনে এক মহৎ গুণ স্পষ্টবাদিতা। পষ্টভাষী লােক শরু হলেও নির্বাক বধু অপেক্ষা সহস্র গুণ শ্রেয়। আমাদের সমাজে এমন অনেক লােক আছেন যারা বন্ধুর সাফল্যে ঈর্ষান্বিত হয় এবং বন্ধুর বিপদে বন্ধুর পাশে থেকে কোন প্রকার সাহায্য বা সহানুভূতি প্রকাশ না করে নির্বাক দর্শকরূপে বন্ধুর বিপদ উপভােগ করেন। তাদের উদ্দেশ্য ‘বন্ধুর বিপদ, তাে আমার কী?’ সেরূপ ব্যক্তি বন্ধু হলেও তাকে পরিত্যাগ করা বাঞ্ছনীয়। তারা সযত্নে সকল প্রকার ঝুঁকি এড়িয়ে চলতে চান। অন্যায়কে অন্যায় বলার মত সৎ সাহস সে ব্যক্তিদের থাকে না। অপরদিকে স্পষ্টবাদী ব্যক্তি সব সময়ই অন্যায়ের বিরুদ্ধে সােচ্চার ও প্রতিবাদী। তার সম্মুখে ঘটে যাওয়া অন্যায়কে সে অন্যায় বলে প্রতিবাদ করতে কুণ্ঠাবােধ করে না। তাই এমন ব্যক্তি শত্রু হলেও নির্বাক বন্ধু অপেক্ষা অনেক ভাল। সে শত্রু হলেও পষ্টবাদিতার গুণে মহৎ বন্ধু। হযরত ওমর (রা) এর ভাষায়-
“যে তােমার দোষ ধরে বন্ধু সেই জন।’