বই রিভিউ ও ডাউনলোড

(New) উপস্থাপনা ও কথা বলার কলাকৌশল Pdf download

উপস্থাপনা ও কথা বলার কলাকৌশল Pdf download by মোঃ জাকির হোসেন এর বইটি আমার কাছে অসম্ভব একটা ভালো লেগেছে। কেননা বইটিতে অনেক গুরুত্বপূর্ণ এবং অতীব কিছু জরুরি পরামর্শ দেওয়া হয়েছে যা সকল শ্রেণির মানুষের জন্য উপযোগী বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। এছাড়া একজন মানুষকে কীভাবে অনুপ্রেরণা দেওয়া যায় তা বইটিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এককথায় বলা যায় মানুষের আত্মার উন্নয়ন সাধনে বইটি কাজে দিবে। এছাড়াও বইয়ের লেখাও পৃষ্ঠা গুলো খুব সুন্দর। বইটি হার্ডকাভারে আবৃত আর দামও তুলনামূলক ভাবে বেশি না । বইটি পড়ে আমাদের সকলকেই সেই অনুযায়ী সুন্দর জীবন গড়ে তুলি।

আমরা অনেকেই আছি ঠিক ভাবে কথা বলতে পারি না আর কোন কিছু সবার সামনে উপস্থাপন করতে গেলে হাত পা কাঁপতে থাকে। কারন আমরা মনে করি আমি পারবো না‌ বা ভুল করব। এই ভয় কে দূর করার জন্য লেখক এই বইটি লিখেছেন। এখানে উপস্থাপনা ও কথা বলার অনেক কৌশল দেওয়া আছে। এই কৌশল গুলো ঠিক মতো রপ্ত করতে পারলে অবশ্যই আমাদের ভয় দূর হবে এবং যে কোন কিছুর উপস্থাপন করতে পারব এবং কোথায় কিভাবে কথা বলতে হবে তা বুঝতে পারব।

আমরা যারা কোনো অনুষ্ঠানে বক্তব্য প্রদান করি তাদের জন্য এই বইটি একটি উপকারি বই। এই বইটি পড়ে যদি আমরা বক্তব্য দিতে যাই তবে আমাদের বক্তব্য হবে আরো সাবলীল এবং সহজ। এখানে কিছু টিপস রয়েছে যেগুলা আমাদের জন্য সত্যি উপকারী। এই বইটি লেখক কে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।

যারা নিজেকে সবার সামনে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্যে এই একটি কার্যকরী বই। কিভাবে বক্তৃতা দিতে হয়, কিভাবে উপস্থাপনা করতে হয় সব কৌশল এই বই উল্লেখ করা হয়েছে।

কিভাবে একজন উপস্থাপক তার উপস্থাপনা আরম্ভ করবে সেটাও বলা আছে। বক্তা কেমনে প্রথমে বক্তৃতা শুরু করবে সেই বিষয়ও উল্লেখ আছে।

আশাকরি, নিজেকে প্রতিষ্ঠিত করার সব কৌশল জানতে পারবেন এটা থেকে। সবাইকে ধন্যবাদ।

This Bangla PDf Book Link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button